ধরায়ে দেবানি... রাজাকার আলবদর দের বন্ধু বি এন পি জামাতের কোনো চাওয়ার সাথে আমার চাওয়া মিলা গেলে আমার কেমন যেন অস্বস্তি লাগে। তারপরেও আমি মনে করি বাংলাদেশে এখন পর্যন্ত তত্বাবধায়ক ছাড়া ইলেকশনের পরিস্থিতি তৈরী হয় নাই। আওয়ামীলীগ যতই নির্বাচনে হারার নাটক দেখাক বা মেয়র ইলেকশনে ভদ্রতা দেখাক না কেন, জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ তার আসল রূপে ফিরে আসবে। আওয়ামীলীগ যুদ্ধাপরাধ বিচার নিয়ে জাতির সাথে বেঈমানী করেছে। এখন এই আটক রাজাকাররা এই আওয়ামীলীগের কারনেই জেল থেকে বের হয়ে জাতীয় হিরো হবে। এদের বিচারের ক্ষেত্রে আওয়ামীলীগের রাজনীতিকরনের কারনে মাশুল দিতে হবে পুরা স্বাধীনতা কামী বাংলাদেশের সাধারণ জনতা। পদ্মা সেতু নিয়া দূর্নীতি, হল মার্ক কেলেংকারী, ডেস্টিনি, শেয়ারবাজার, সাগর রুনি হত্যা, এম পি শাওনের গাড়িতে খুন, বিশ্বজিত হত্যা ছাত্রলীগের দ্বারা এসব কিছুই আমরা ভুলি নাই। মেয়র নির্বাচনে যতই ভালো সাজেন লাভ নাই। তত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে ইলেকশন কেউ মানবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।