আমাদের কথা খুঁজে নিন

   

আজ সন্ধ্যা ৬টা থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে অনশনরত অবস্থায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করবে গণজাগরণ সংস্কৃতি মঞ্চ

আমার এই পথ চলাতেই আনন্দ..... সহযোদ্ধা বন্ধুরা, আজ সন্ধ্যা ৬টা থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে অনশনরত অবস্থায় প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করবে গণজাগরণ সংস্কৃতি মঞ্চ। আমাদের সহযোদ্ধা সংগঠন 'শহীদ রুমী স্কোয়াড' এর সহযোদ্ধাদের আমরন অনশনে ইতোমধ্যেই আমরা যুক্ত হয়েছি। গণজাগরণ সংস্কৃতি মঞ্চের ২৫টি সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের কর্মীরা যুদ্ধাপরাধী জামাত-শিবির এর রাজনীতি নিষিদ্ধের দাবীতে প্রথমে ২৪ ঘন্টার অনশন করেছেন এবং গতকালে আমাদের ঘোষিত ১৪৪ ঘন্টার অনশনে আছেন। আমাদের কর্মীদের মধ্য থেকে তিনজন কর্মী আমরণ অনশনে থাকা অন্য সহযোদ্ধাদের সাথে গতকালই যুক্ত হয়েছেন। আমরা আহবান জানাচ্ছি, সকল স্তরের মানুষ এই অনশনে যুক্ত হবেন এবং দাবী আদায়ের এই লড়াইকে সর্বত্র ছড়িয়ে দিবেন। বন্ধুরা, গতকাল আমরণ অনশনে থাকা আমাদের পাঁচজন সহযোদ্ধা মারাক্তক অসুস্থ হয়ে পড়েন এবং দুই জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। কিন্তু এই অবস্থাতেও দাবী পূরণের বিষয়ে সরকারের কোনো প্রতিক্রিয়া নেই। তাহলে কী সরকার আমাদের মৃত্যুর প্রহর গুনছে? এই অবস্থার প্রেক্ষিতে গণজাগরণ সংস্কৃতি মঞ্চের অনশনরত সাংস্কৃতিক কর্মীরা আজকে সন্ধ্যা ৬টায় এই প্রতিবাদী সাংকৃতিক সমাবেশের আহবান করেছে। আমরা আশা করছি আপনারা সকলে আসবেন এবং সকলকে এই তথ্যটি জানাতে আমাদের সহয়োগিতা করবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।