জার্মানির বড় শহর গুলোর মধ্যে কোলন একটি । আমি জার্মানি থেকে নেদারল্যান্ড যাবার পথে কোলনে দুই ঘন্টা ছিলাম ।আর এরই ফাকে কিছু ছবি তুলে ছিলাম। মূলত আমি কোলন Cathedral যাকে জার্মান ভাষায় বলে Kölner Dom এর চারপাশে ঘোরাঘুরি করি ।পুরো শহরটা দেথা আমার সময় সল্পতার কারনে দেথা হয়নি ।Kölner Dom-জার্মানিতে অবস্থিত চার্চ গুলো মধ্যে সব চেয়ে পুরাতন ও সুন্দর কারুকাজের জন্য বিখ্যাত । ১. ২. ৩. ৪. ৫. ৬. ৭. ৮. ৯. ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. এটা কোন সাধারন তালা নয় ....এইটা তালাটা কোন প্রেমিক প্রেমিকার জুটি তাদের বন্ধন চিরো অটুট রাথার উদ্দেশ্যে কোলন ব্রিজে আটকে দিয়েছে । ১৬. এই ব্রিজে গেলে দেখতে পাবেন এই রকম হাজার হাজার তালা ,যারা প্রতীক হয়ে আছে হাজার হাজার জুটির মধুর সর্ম্পকের
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।