শুরুতেই একটি লিংক দিই। দয়া করে ক্লিক করবেন:
Click This Link
বলিউড বনাম হলিউডের তুলনামূলক আলোচনা করা হয়েছে ওখানে। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে,জানেন এখানকার সমাজের একটা রোগ আছে 'ইংলিশ ছবি ফোবিয়া'। হ্যাঁ,ব্লগার ভাইরা,হলিউড শব্দটার বদলে ইংলিশ শব্দটাই ব্যবহার করলাম কারন তারা এই শব্দটাই ব্যবহার করে। আমার সমাজে আমিই প্রথম হলিউডের মুভি দেখা শুরু করি।
অবশ্য এর জন্য ইতিমধ্যে অনেক কথা শুনতে হয়েছে। তাদের মতে হিন্দি ছবি অথ্যাত্ বলিউড মুভিটাই সেরা। আমি বলিউডকে খারাপ বলছি না কারন আর্ন্তজাতিকভাবে মোটামুটি শক্ত একটা পজিশনে আছে এটা।
একটা হিন্দি ছবি সপরিবারে দেখলে মূলত নাচ গান গুলোর সময় চ্যানেল চেন্জ করে দেয়া হয় নাহলে টেনে দেওয়া হয়। কাহিনীটাতো মূলত রোমান্টিক কাহিনীই হয়ে থাকে।
বাস্তবে একটা মধ্যবিত্ত বা নিন্ম মধ্যবিত্তের লোকেরা প্রেম ভালোবাসাটাকে পর্নোগ্রাফির মতোই নিষদ্ধ মনে কর। কিন্তু একটা হিন্দি ছবি,যেটা মূলত রোমান্টিক ঘরানারই হয়ে থাকে,সেটা দেখার সময় তারা ইশ্ বলে উঠে যখন নায়ক নায়িকার মিল না হয়। এ প্রসঙ্গে আপনাদের মতামত চাই?
টাইটানিক নাকি খারাপ মুভি!এরকম একটা অদ্ভুদ লাইন আমাকে সহস্রবার শুনে হয়েছে। মানলাম হয়তো একটা নগ্ন দৃশ্য রয়েছে। কিন্তু তাই বলে একটা ক্লাসিক্যাল মুভিকে খারাপ বলা ঠিক।
আমার মতে তারা খারাপ যারা এটাকে খারাপ বলে কারন তাদের চোখ খারাপটাকে দেখে এবং মন খারাপটাকে বিশ্লেষন করে। যদিও টাইটানিকের নগ্নতাকে অশ্লিলতা বলা যায় কিনা আমার সন্দেহ আছে।
ইংলিশ মুভি অর্থ্যাত্ হলিউডের মুভিগুলো অনেক পরিবারেই নিষদ্ধ। কিন্তু তাদের কি ধারনা আছে যে পৃথিবীর অধিকাংশ শ্রেষ্ঠ মুভিগুলো ইংরেজী ভাষায় তৈরী। সপরিবারে দেখার মতো যদি কোন মানসম্পন্ন বিখ্যাত ছবি থাকে আমার মনে হয়ে সেটা হলিউডেই।
যেমনঃহ্যারী পটার সিরিজ,দ্য ক্রনিকলস অব নার্নিয়া,লর্ড অব দ্য রিংস ইত্যাদি। এক মুহুর্তের জন্যও অস্বস্তি বোধ হবে না আপনার ওইসব মুভিগুলো দেখলে। আর হালকা যৌনতা থাকলে সেটার সময় চ্যানেল চেন্জ করে দিলেই তো চলে। কিন্তু তারা একটি হালকা রোমান্টিক ছবি দেখার সময় নাচ গানগুলো টেনে দেখতে পারে কিন্তু একটি ফার্স্টক্লাস হলিউড মুভিকে খারাপ বলতে দ্বিধা না করে কিছু .........দৃশ্যের জন্য।
আপনাদের মতামতটা জানা আমার খুব জরুরি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।