আমাদের কথা খুঁজে নিন

   

ණණ আবেগ ණණ

আমি মানুষের শারীরিক বিবর্তনবাদে বিশ্বাসী নয় ,তবে চারিত্রিক বিবর্তনবাদে বিশ্বাসী । অনেকদিন পর লিখতে বসেছি । শুরুতেই বলে রাখছি ,আমি আনাড়ি লেখক । আমার লেখার হাত অতটা ভাল নয় । তবু এখানে আমার বিচ্ছিন্ন ভাবনাগুলোকে একি সূতায় গাঁথার চেষ্টা করলাম ।

আবেগ এর সাথে আমরা সবাই পরিচিত । ভাবের দিক দিয়ে না হলেও শাব্দিক দিক দিয়ে । এই আবেগের জন্ম মন । আবেগের জন্ম হঠাত্ না হলেও এর প্রকাশ হঠাত্ হয় । সব ভালবাসা ,মায়া-মমতার উত্স এই আবেগ ।

এই আবেগের শক্তি যদি মাপা যেত তবে হয়ত আমরা চমকে যেতাম । এই শক্তি মাপতে না পারলেও এর প্রভাব অজানা নয় । যেখানে সকল প্রকার যুক্তি একটি নির্দিষ্ট সীমানায় বন্ধি ,আবেগ সেখানে সীমাহীন । সীমারেখা সে মানে না । একটি মানুষের জীবনের প্রতিটি ধাপে আবেগের প্রভাব এক এক রকম ।

এই আবেগ বয়ঃসন্ধিকালে প্রবল থাকে । তাই হয়ত আমরা এই সময়টাতে যা গ্রহণ করি মন দিয়ে করি । স্মৃতির ভান্ডার নানা ছেলেমানুষী প্রবাহচিত্র দিয়ে পরিপূর্ণ করি । এ সময়টাতে আবেগ যেমন ভাল কিছুকে আঁকড়ে ধরতে শিখায় তেমনি সেই আবেগ আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় । যখন এই আবেগই আমাদের বাধ্য করে আমাদের জন্য ক্ষতিকর পথে চলতে ,তখন আমরা হারিয়ে ফেলি নিজেদের অসিত্বকে ।

আবেগ আমাদের বাস্তবতা থেকে দূরে সরিয়ে নেয় । আমাদের বোধ শক্তিকে নষ্ট করে ফেলে । আমি ভ্রান্ত আবেগের কথাই বলছি । বয়ঃসন্ধিকালে ছেলে মেয়ে উভয়ই আবেগপ্রবণ হয় । তবে মেয়েদের ক্ষেত্রে তা বেশি মাত্রায় পরিলক্ষিত হয় ।

সম্প্রতি মানসিক বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন যে ,বয়ঃসন্ধিকালে মেয়েদের আত্মহনণের ,নিজেকে শারীরিকভাবে আঘাত করার প্রবণতা বেশি দেখা যায় ,এবং এর কারণগুলোর অন্যতম একটি ,ভ্রান্ত আবেগ । আবেগের বশে যুক্তিকে হারিয়ে ফেলে । হিতাহিত জ্ঞানটুকুও লোপ পায় । এ কথা অনস্বীকার্য যে,একটা মানুষ আর একটা রোবটের মধ্যকার পার্থক্য এই আবেগ । আবেগহীন মানুষ অকল্পনীয় ।

তবু ভ্রান্ত আবেগ থেকে নিজেদের মুক্ত রাখতে হবে নিজেদের স্বার্থে । আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে জীবনকে আঘাত থেকে রক্ষার নিমিত্তে । কাল না হয়ে আবেগ হোক পথচলায় কল্যাণময় । . . .(সংক্ষেপিত) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।