আমাদের কথা খুঁজে নিন

   

ঠগ- রহস্যে ভরা সম্প্রদায়

ঠগী বলতে আমরা ' চোর', চতুর ',' প্রতারণামূলক ',' অসৎ ক্রিয়া' বুঝি। এদের ব্যাপারে আমরা কতটুকু জানি ? ঠগ রা হল এমন এক সম্প্রদায় যাদের মানুষ হত্যাই হল মুল পেশা। ১৭শ শতাব্দী থেকে এদের নাম শোনা গেলেও এরা আরও পুরোনো। অতি গোপনে এরা এদের ট্র্যডিশন রক্ষা করে চলেছে। পিতা থেকে পুত্র, বংশক্রমে এরা শত শত বছর এ পেশাতে জড়িত।

এরা দক্ষিণ এশিয়া ও বিশেষত ভারতের পর্যটক বা ব্যবসায়ীদলের সাথে মিশে সুবিধামত জায়গায় হত্যা, অপহরণ বা লুন্ঠনের সাথে জড়িত থাকে। দিল্লী বা লখনৌতে এদের মুল পদচারনা ছিল। এরা শুধুমাত্র রুমাল দিয়ে মানুষ মারত। পরে নিহতদের হাত-পা এর জয়েন্ট ভেংগে দিত দ্রুত পচনের জন্য। রক্তপাত ছিল একদম নিষিদ্ধ (মা কালি'র আদেশ)।

Click This Link (১৮৬৩ সালে তোলা ঠগ দলের ছবি) কতজন মারা গেছে এদের হাতে জানেন ? গীনিস বুক রেকর্ড অনুযায়ী আনুমানিক ২,000,000 মৃত্যুর জন্য এরা দায়ী। ব্রিটিশ ইতিহাসবিদ ডঃ মাইক ড্যাশের অনুমান অনুযায়ী ১৮৩০ সালের ( উচ্ছেদ করার পূর্বে ) আগের ১৫০ বছরে তারা প্রায় ৫0,000 মানুষ মেরেছে। বেহরাম নামে এক কুখ্যাত গ্যাং লিডার নিজে ১৭৯০ থেকে ১৮৩০ পর্যন্ত ৯৩১ জনকে মেরেছে। ১৮৩৫ সালে উইলিয়াম হেনরি স্লিম্যানের নেতৃত্বে এদের মূল উৎপাটন করা হয়। আরও অজানা তথ্য জানতে : http://en.wikipedia.org/wiki/Thuggee ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।