এ জগতে তাই যত কিছু পায় তৃপ্তি আমার নাই অন্যের ধন দেখে কেন আমি করি শুধু হায়হায়! কিছু মেঘের ছবি ক্যামেরায় ধারন করেছি আপনাদের সাথে শেয়ার করলামঃ সাগর যেথা লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে, আকাশ-ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে । মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ-দোলায় শুয়ে, ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে । মৃত রাক্ষসের চক্ষু কোটরের মত পুঞ্জ পুঞ্জ মেঘ আকাশের বুক চেপে ধরেছে......!! সন্ধ্যা সকাল মেঘের মেলা- কুলকিনারা ছাড়ি, রং বেরঙের পাল তুলে দেয় দেশবিদেশে পাড়ি । মাথায় জটা, মেঘের ঘটা আকাশ বেয়ে ওঠে, জোছনা রাতে চাঁদের সাথে পাল্লা দিয়ে ছোটে । ঘূর্ণীপথের ঘোরের নেশা দিক্বিদিকে লাগে, আগল ভাঙা পাগল হাওয়া বাদল রাতে জাগে ; ঝড়ের মুখে স্বপন ছুটে আঁধার আসে ঘিরে ! মেঘের প্রাণে চমক হানে আকাশ চিরে চিরে ! বুকের মাঝে শঙ্খ বাজে- দুন্দুভি দেয় সাড়া ! মেঘের মরণ ঘনিয়ে নামে মত্ত বাদল ধারা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।