নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র শোভন ভট্টাচার্য্য এর মা বিগত চার বছর ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। শোভনের পিতা একজন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তারা দুই ভাই, ছোট ভাই ৫ম শ্রেণীতে পড়ে।
বিগত চার বছর ধরে শোভনের পিতা তার স্বল্প আয়ের পুরোটা দিয়ে তার মায়ের চিকিৎসা ও পরিবারের ব্যয়ভার বহন করেছেন। মায়ের চিকিৎসার জন্য তার বাবা তিন লক্ষ টাকা ব্যাংক ঋণ বেসরকারি মাত্র এগার হাজার টাকা বেতন থেকে কিস্তিবাবদ প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে শোধ করতে হয়।
বিগত চার বছর যাবত প্রতি মাসেই তার মাকে ভারতে চিকিৎসা নিতে যেতে হচ্ছে এবং প্রতি বারে কমপক্ষে ত্রিশ হাজার টাকা করে খরচ হয়। এত টাকা যোগান দিতে গিয়ে তারা তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। ব্যাংক ঋণ, পরিবারের খরচ, মায়ের চিকিৎসা এবং দুই ভাইয়ের পড়াশুনার খরচ চালাতে গিয়ে তার বাবা এখন চরম নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন।
আর্থিক অনটন ও নিজ গর্ভধারিণী মায়ের মরনব্যধির দুঃখবোধ নিয়েও মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় শোভন এসিসিই বিভাগ হতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করে (সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৯৩, যা নোবিপ্রবি রেকর্ড সিজিপিএ)। সন্তান হিসাবে মায়ের এই অবর্ণনীয় কষ্ট ও জন্মদাতা পিতার অসহায়ত্ব শোভনকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে।
আজ আমরা শোভনের বন্ধুরা (নোবিপ্রবি ছাত্রছাত্রীরা) শোভন ও তার মায়ের কষ্ট আরও হাজারটা মায়ের সন্তানের সাথে ভাগ করতে চাই। আমাদের মত সেও চায় মাকে মা বলে ডাকতে, একটি সুন্দর চাকুরী পেয়ে মায়ের কাছে গিয়ে বলতে “মা আমার চাকুরী হয়েছে”। কিন্তু প্রতিটি মুহূর্ত এখন তার অনিশ্চয়তায় কাটে, প্রতিবার ফোন বেজে উঠলে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। বর্তমানে ভারতে তার মায়ের চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ ডাক্তারগন বলেছেন তার ফুসফুসের ক্যান্সার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বেঁচে থাকার জন্য প্রতি মাসে চেক আপ করতে হবে এবং ঔষধ সেবন করতে হবে। যার জন্য প্রতি মাসে প্রায় ত্রিশ হাজার টাকা প্রয়োজন। এত টাকা তার পরিবারের পক্ষে আর যোগান দেওয়া সম্ভব হয়ে উঠছে না। একজন সন্তান হিসাবে আমরা তার মাকে বিনা চিকিৎসায় মরতে দিতে পারিনা। আপনাদের একটু সাহায্য, আপনাদের বাড়ানো হাত শোভনের মায়ের জীবনকে দীর্ঘায়িত করতে পারে।
তার ছোট্ট ভাইটি হয়ত আরও কিছুদিন মা বলে ডাকতে পারবে। এ মুহূর্তে তার মায়ের চিকিৎসার জন্য প্রায় ১৫ লক্ষাধিক টাকা প্রয়োজন। নোবিপ্রবির অগ্রণী ব্যাংকে শোভনের মায়ের জন্য একটি একাউন্ট খোলা হয়েছে, যার হিসাব নং-৭৭২৯।
এমতাবস্থায় আপনাদের সকল হৃদয়বানের কাছে শোভনের মায়ের চিকিৎসার জন্য আমরা নোবিপ্রবি ছাত্রছাত্রীরা আর্থিক সাহায্য কামনা করছি।
নিবেদক
নোবিপ্রবি ছাত্রছাত্রী বৃন্দ
◄◄ টাকা পাঠানোর ঠিকানা ►►
শোভন ভট্টাচার্য্য
হিসাব নং: ৭৭২৯
অগ্রণী ব্যাংক
নোবিপ্রবি (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) শাখা,
নোয়াখালী।
মোবাইল: 01726584853
◄ মডারেটরের প্রতি পোষ্টটি স্টিকি করার আবেদন রইল ► ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।