আমাদের কথা খুঁজে নিন

   

এক টোকাইয়ের আত্ন কাহিনী

এতবড় পৃখিবীতে মাথা গোজার নাইরে ঠাঁই আমি ছাড়া পৃথিবীতে আপন আমার কেহ নাই। বাবা আমার অকালেতে রোগে শোকে মারা যায়, মা চলে যায় পরের ঘরে আমায় করে অসহায়। দুঃখ সাথী করে আমি আসেছি এই ভুবনে, এতটুকু সুখ পেলামনা হতভাগা জীবনে। পৃথিবীতে বেঁচে থাকা হলো আমার বড় দায়, মায়াভরা দুনিয়াতে আমি শুধু অসহায়। আমিও তো মানুষ হয়ে এসছি এই দুনিয়ায়, তবে কেন আমার জীবন নিভিতে চায় অবেলায়? বিধি আমি তোমার কাছে করেছি কি অপরাধ? দিলে না'ক এ জীবনে এতটুকু সুখের স্বাদ। যার কাছে যাই সে গালি দেয় পথের টোকাই বলে, পণ করেছি ওপারেতে যাব এবার চলে। আরো পড়তে এখানে ক্লিক করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।