সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল। ঘর ভেঙেছে ! ভাঙলই তো।
সবই আমার দোষ।
মন ভেঙেছে অনেক আগেই
আমার অসন্তোষ।
ইটের পরে ইট গেঁথে
আর মাটির পরে মাটি
চাঁদের মতোই গড়েছিলাম
প্রণয়-বাসর খাঁটি।
সূক্ষ্ম যে পথ লুকিয়েছিল
দেওয়ালেরই গায়-
সন্দেহ আর কামনা আজ
সেই পথেতেই যায়।
চেয়েছিলাম আকাশ-তারা
আমার ঘরে রেখে
বিশ্বভরা আলো দেব
প্রেম-পিরিতে মেখে।
আগুন আগুন শুধুই আগুন
আগুন করে ছাই।
দূরের-তারা থাকলে দূরে
তবেই ভালো হয়।
ঘর ভেঙেছে।
ভাঙলই তো
সবই আমার দোষ।
ভাঙছি এখন মনের সুখে
আমার অসন্তোষ...... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।