আমাদের কথা খুঁজে নিন

   

শিল তুমি, পাটা অন্য কেউ। আমি আজীবনই মরিচ।

হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়... প্রায়ই শুনি কারা বেশী জনপ্রিয়? কারা বেশী শক্তিশালী? কাদের ভোট ব্যাংক বেশী? "শাহবাগী? নাকি হেফাজতী?" দুটো টাইটেলই আবার একদল আরেকদলকে আকিকা ছাড়াই দিয়েছে। গাজীপুর সহ ৫টি উপনির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর বিপুল পরাজয় (দু-একজন ভালো মেয়র প্রার্থীও) কি বার্তা বহন করে? হেফাজতীদের বিজয়? শাহবাগীদের পরাজয়? নাকি অন্য কিছু? জানতে ইচ্ছা করে হেফাজত কি নিজেকে শাহবাগীদের বিপরীতে দাড় করিয়েছিলো? নাকি হেফাজতের নাস্তিকবিরোধী (যদিও পেট্রোনাইজড, কিন্তু শাহবাগের আন্দোলনের বিশাল অংশও তো পেট্রোনাইজডই ছিলো) কর্মসূচীকে নিজে আগ বাড়িয়ে প্রতিহত করতে গেছিলো শাহবাগের গণজাগরণ মঞ্চ? নিজে নিজেকে হেফাজতের ধর্মীও কর্মসূচীর বিপক্ষে দাড় করায়ে হেফাজতের হাতে যুক্তির অস্ত্র তুলে দিয়েছিলো। হেফাজত নিধনে উল্লাস প্রকাশ করছিলো। আমি এখনো অবাক হই ভেবে যে গনজাগরণ মঞ্চ তৈরী হয়েছিলো যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। যার প্রথম স্লোগান ছিলো "আঁতাতের এই রায় মানিনা মানবো না"।

সেটা কিনা পরে হয়ে গেলো বিএনপি কে শুধরাবার স্কুল রূপে। হেফাজত নিধনকারী রূপে। ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের দাবীর মঞ্চ রূপে। কই ফোকাস থাকবে ৬ ধৃত রাজাকারের বিচার, তা না, পরে হয়ে গেলো এটা আওয়ামীলীগের স্বার্থরক্ষার হাতিয়ার। অন্যায় করে বিএনপি পার পায়নি, জাতীয় পার্টি পার পায়নি, আওয়ামী লীগের অবস্থাও এখন একই রকম মনে হচ্ছে।

মানুষ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে তার জবাব দিচ্ছে। আমি আমজনতা, আমার কষ্ট একটাই, আমরা চোরদের বিদায় করে আরেক চোরদেরই আনি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।