© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ । প্রথমেই বলছি আমার ক্যামেরা ছিল না তাই ছবি ব্লগ দিতে পারি নাই। তবে যা লিখছি তা একান্তই ব্যক্তিগত অনুভূতি।
আমি ব্লগিং করছি আজ প্রায় দুই বছর হতে চলল। তবে সেই ক্ষেত্রে ব্লগ লিখার চেয়ে পড়াটাই বেশী হয়।
এমনিই পড়তে পড়তে ভার্চুয়াল লেখনীর জগতের বেশ কয়েকজনের লেখা পছন্দ হয়ে যায়। মাঝে মাঝে খুব ইচ্ছে হতো তাঁদের সাথে দেখা করার। আর সেই চিন্তাকে পুঁজি করে কয়েকজন সিনেমা পাগল মানুষ কে নিয়ে (দারাশিকো,কাঊসার রুশো)প্ল্যান করি আড্ডার।
আর এই আড্ডার ব্যাপারে যেই মানুষটি সবচেয়ে বেশী সাহায্য করেছেন তিনি হলেন সবার প্রিয় হেলাল ভাই। এবং শেষের দিকে জিসান ভাই(যদিও সবাই ওনাদের মামা বলে,আমি ভাই ই ডাকি)।
এই দুইজন মানুষের আন্তরিকতা ও উদারতা সত্যিই বিশাল। আমি হেলাল ভাই আর জিসান ভাইয়ের সাথে থাকতে পেরে আসলেই আনন্দিত।
আমি নিজে ভাবি নাই হয়তো অনেকেই ভাবে নাই এতগুলো মানুষ আসবে আড্ডাতে। সবার মতামত,পরিচয়,ভাবনা,সিনেমা নিয়ে কথা,ছবি তোলা,মুভি শেয়ারিং,কৌতুক কি ছিলনা সেখানে। সহ ব্লগার,প্রিয় ব্লগার অনেকেই দেখেছিলাম আড্ডাতে।
আর এই ভালো লাগার মূল্য টাকা দিয়ে কখনো কেনা যাবেনা।
স্নিগ ভাই এত অমায়িক একটা মানুষ বলার বাইরে। তন্ময় ফেরদৌস মুভি বলতে অন্তপ্রাণ। আরজু পণি হাসিখুশি সব সময় আমাকে বড় বোনের মত স্নেহ করলেন। নবিতা রিফু অনেক এলিয়েন লাগছে তোমারে,মডারেটদের কাছে অনুরোধ যেন তাকে সেফ করা হয় জলদি।
ফেলুদার চারমিনার,নাফিজ মুনতাসির,দারাশিকো,রুশো ভাই কে আসলেই ভালো লাগছে।
প্রিয় ব্লগারদের মাঝে সৌম্য ভাইরে মিস করছি। শয়তান ভাইয়ের সাথে পরিচয় না হতে পারার আক্ষেপ। জাহাজী পোলা,নষ্ট কবি,শিপু ভাইরে অসাম লাগছে। ব্লগার মুনতা,আরিফ,রাষ্ট্রপ্রধান,রেজওয়ান মাহবুব তানিম,হানিফ রাশেদীন,রাজসোহান,ফারজুল ভাই,চয়ন ভাই(যার সাথে আড্ডাতে প্রথম পরিচয়)তাশফী,মাহাবুব ভাই,শায়েদ খান ভাইরে চমৎকার লাগছে।
আর আবদুল্লাহ আল মনসুর ভাইয়ের কাছে বিশেষ কৃতজ্ঞ। অসাধারণ প্রাণখোলা মানুষ। উনি জানেন কি ভাবে হাসতে হয় এবং হাসাতে হয়।
আর আড্ডারর শুরু থেকে যে আলোচনায় ছিল দুর্যোধন ভাই শেষে এসে আড্ডাকে আরও প্র্রাণবন্ত করেন।
এক নিঃশ্বাসে অনেক কিছু বললাম।
আরও অনেকের সাথে পরিচয় হয়েছিলো। হয়তো এই মুহূর্তে নাম মনে পড়ছে না দেখে বলতে পারছি না। তাঁদের সবাই কে ধন্যবাদ আড্ডায় আসার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।