আমরা তরুণ দীপ্ত অরুণ শান্ত-সিদ্ধ প্রভাতে রাত্রি হবে ক্ষয় জয় হবে দুর্জয় মোদের দেয়া আঘাতে । ঈশ্বর করে বিশ্বাস- তরুণ অন্যরা ভয় পায় বিধাতার কাছে বড়ই প্রিয় তরুণের সঞ্চয় । মানুষ স্বাধীন শ্রেষ্ঠ জাতি তারুণ্যে সে পরিচয় শিশু কিংবা প্রবীণ করেনা- স্বাধীনতা সঞ্চয় । শিশুর স্বপ্নে- তারুণ্য বৃদ্ধার আফসোস তরুণীর মরু তৃষাজল মায়ের কাছে সন্তোস । শত্রুর কাছে আতঙ্ক ওরে- বদ্ধুর বিশাল বুক বিশ্ব ভরসা তরুণ মোরা- দুখের কাছে সুখ । রাত্রির কাছে পূর্বাকাশ মোরা মেঘের কোলে রোদ স্রষ্টার কাছে আকাঙ্খার সৃষ্টি হতভাগার প্রমোদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।