আমাদের কথা খুঁজে নিন

   

এক মিনিটের গল্প- পিঁপড়া, অতি ছোট পিঁপড়া।

ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা। চাট্টাহোচি নদীর পাড়ে বসে আছি। রুপালী জোছনার আলো নদীর পানিতে ঝিলিক দিয়ে ঝিরিঝিরে পানির সাথে নাচছে, একেই মনে হয় বলো জল তরংগের জোছনা ঢেউ। এই চাঁদের আলোর জোছনায় গা ভাসানো মানুষই চাঁদের মাটিতে হেঁটে এসেছে আজ থেকে কত আগে। মংগলের বুকে কান পেতে মানুষ শুনতে চেয়েছে ইথারে ভেসে আসা ধ্বনি।

মানুষ কিনা করেছে এই শতাব্দীতে। বিশ্বের আদি থেকে এ পর্যন্ত মানুষের যত সৃষ্টি তার কোটি ভাগের এক ভাগও তৈরী হয়নি দু শতক আগে। মানুষ তার মেধা দিয়ে আলোকিত করছে আজ পুরা পৃথিবী। পৃথিবী আজ মুঠো বন্ধি। নিজের কোলের উপর সারা বিশ্ব।

মা যেমন সন্তানকে কোলে নেয়,আজ মানুষও সারা পৃথিবীকে কোলে নিয়ে দোল খায়। সাবাশ মানুষের জয়যাত্রা। হে মহীয়ান মানুষ,তোমাকে প্রণাম, তোমাকে অভিবাদন। মানুষের বুকের পিন্জর আলগা করে অন্যের দেহের খাঁচায় লাগিয়ে দিচ্ছে মানুষ। অন্ধ মানুষের চোখেও আজ আলো।

একজনের চোখে দেখছে আজ অন্য মানুষ। অংগ প্রতিস্থাপনের মাধ্যমে মানুষ আজ চিকিৎসা বিগ্গানের এভারেস্টে পৌঁছেছে। উফ মানুষ, আবারো অভিবাদন তোমায়। সময়ের পথে পা রেখে ধীরে অতি ধীরে মানুষ নিজেই শ্রষ্টা হয়ে ওঠছে আজ। ঠিক এ সময় আমার হাতে কি যেন কামড় দেয়।

দেখি ছোট একটা পিঁপড়া। অতি ছোট পিঁপড়া। আমার ভাবনার উর্মিমালায় ছেদ পড়ে। এ শত কোটি বছরের পৃথিবী। সৃষ্টির পথে মানুষের জয়যাত্রা।

কিন্তু এ পিঁপড়ার মতো একটি প্রানও মানুষ দিতে পারলোনা আজো। জানলো আজও এ প্রাণ কেমন করে দেহঘরে বাঁধে। কী এক রহস্য, কী এক খেলা। পিঁপড়ার কামড়ে জ্বলছে আমার ত্বক। নিজের শরীরের চামড়াকে একবার দেখলাম, এমন করে এর আগে কখনো দেখিনি।

কি এমন ম্যাট্রিয়েলস দিয়ে তৈরি এ ত্বক। নিজের চোখ দিয়ে দেখছি ,কিন্তু বুঝতে পারছিনা কেমন করে তৈরি। এ ত্বকের অতি সূক্ষ কণার এতটুকু পরিমাণও মানুষ তৈরি করতে পারলোনা। আজ হয়তোবা পারেনি, তবে কোনো একদিন হয়তো আমার মতো কেউ এই নদীর পাড়ে এসে দাঁড়াবে। জোছনার আলো এসে পড়বে তার গায়।

ঠিক সে সময় কামড়ে দিবে কোনো পিঁপড়া। আর মানুষটি দ্বিধায় পড়ে ভাববে, এ পিঁপড়াটা কে, এর শ্রষ্টা কে মানুষ নাকি সেই অদ্বিতীয় শ্রষ্টা ? আমরা ভাবনা সব- মানুষের অবিশ্বাস্য আবিষ্কারের জোয়ারে ঘুরতে ঘুরতে আবারো চাট্টাহোচি নদীর জলে এসে ঠেকে। পানিতে হাত ভিজাই। জোছনার আলো যেন আংগুলের ফাক গলে বের হয়ে যায়। আহা! কত কম সময় নিয়ে এ পৃথিবীতে এলাম, কত রহস্যই না জেনে চলে যাবো না ফেরার দেশে।

আর কোনোদিন ফিরা হবেনা, আর কোনোদিন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।