আমাদের কথা খুঁজে নিন

   

১০ টি মামুলি টাইমপিস!

^^^^^^^^^ . . . Hublot Tourbillon Solo Bang কি আছে এই ঘড়িতে? হাবলোট ট্রেডমার্ক ন্যাচারাল রাবার স্ট্র্যাপ, প্লাটিনাম কেইস, সিরামিক বেজেল আর কার্বন ডায়াল। এই সবগুলোতে প্রাণ দিয়েছে একটা ট্যুরবিলন ইন্জিন। লাগবে আপনার? খুব সহজে এটা নিজের করে নিতে পারেন খালি আপনাকে খরচ করতে হবে গুনে গুনে এক _ _ টাকা! হাবলোট মিলিয়ন $ বিগ ব্যাঙ ও আছে, সেদিকে নাই গেলাম। আছে ম্যারাডোনা (ম্যারাডোনা যে দুই হাতে দুইটা পরে), এরটন সিনা, ম্যানচেস্টার ইউ. , নেইমার, জেট লি..... হাবলোট এর মত নামি ব্র্যান্ডে ঢাকা'র টাইম দেখে যারপরনাই আনন্দিত। অনেক অনেক টাকা থাকলে আজই আমি ঠিক এরকম একটা কিনে নিতাম।

$৩৩,০০০ Daniel Roth Ellipsocurvex Tourbillon ডিম্বাকৃতির কেইস এই ঘড়ির কমন দিক। ১৯৮৯ সালে ডেনিয়েল রথ কোম্পানির জন্ম, ২০০০ এ এসে বুলগ্যারি ডেলিয়েল রথ কিনে নেয়। ট্যুরবিলন ইন্জিন, প্লাটিনাম কেইস, সেপাইয়ার ক্রিস্টাল আর কুমিরের চামড়ার তৈরি স্ট্র্যাইপ যুক্ত প্রতিটা ঘড়ি কিনতে পকেট থেকে খসাতে হবে প্রায় কোটি টাকা! Parmigiani Kalpa XL Tourbillon ট্যুরবিলন ইন্জিন, প্লাটিনাম কেইস, সেপাইয়ার ক্রিস্টাল, কুমিরের চামড়ার তৈরি স্ট্র্যাইপ আর মুভমেন্টে ব্যবহৃত হয়েছে ২৮ টি মূল্যবান পাথর। এক একটি ঘড়ি তৈরিতে গড়ে খরচ হয় ৪০০ ঘন্টা। পারমিজিয়ানি কালপা বিশ্বের সবচেয়ে দ্রুত সুপারকার বুগাট্টি ভেইরন এর জন্য টাইমচিপ তৈরি করে।

আপনিও পেতে পারেন, শুধু খরচ করতে হবে দেড় কোটি টাকা মিনিমাম! IWC Grande Complication Perpetual IWC বছরে শুধু ২০টি ঘড়ি তৈরি করে! সাম্প্রতিক সময়ে IWC কে টম ক্রুজ লাইমলাইটে নিয়ে এলেও তাদের টাইমচিপ তৈরির ইতিহাস ১০০ বছরের। IWC Grande Complication Perpetual এ ৬৫৯ টি ম্যাকানিকেল পার্ট রয়েছে। ৭১ টি মূল্যবান পাথর, প্লাটিনামের তৈরি সলিড কেইস আর ব্যান্ড ছাড়াও এই ঘড়িতে একটি পারপেচ্যুয়াল ক্যালেন্ডার রয়েছে যেটি নেক্সট ৫০০ বছর পর্যন্ত মোটামুটি এক্যুরেট থাকবে! মোটামুটি ২ কোটি বাজেট করলে আপনিও একটি পেতে পারেন Vacheron Constantin Les Cabinotiers Vacheron Constantin কে বিশ্বের সবচেয়ে পুরনো ওয়াচমেকার বলা হয়। ঐতিহ্যবাহী ব্র্যান্ডটির একটি ঘড়ি আপনি কিনতে পারেন ৩ কোটি টাকায়। The Jaeger-LeCoultre Gyrotourbillon ১৮৩৩ সালে LeCoultre একটি ছোট ঘড়ির দোকান খোলেন সুইজারল্যান্ডের লা সেন্ট্রিয়ার এ।

তার উদ্ভাবিত টাইমপিস নিয়েই The Jaeger-LeCoultre কোম্পানি শুরু হয়। The Jaeger-LeCoultre Gyrotourbillon তৈরি হয়েছে প্লাটিনাম কেইস, রুথেনিয়াম রডিয়াম প্লেটেড ডায়াল, কুমিরের চামড়ার ব্যান্ড, সেপাইয়ার ক্রিস্টাল দিয়ে যার প্রাণ একটি ট্যুরবিলন ইন্জিন। আপনিও পেটে পারেন এমন একটি ঘড়ি, শুধু খরচ পড়বে ৩.১ কোটি টাকা। Girard Perregaux Opera Three Musical Hours Watch এই ঘড়িতে যে কি আছে আমি নিজেও জানি না। তবে কেই কিনতে চাইলে খরচাটা কোন মতেই ৩.২ কোটির কম হবেনা।

A. Lange & Sohne Tourbograph এই ঘড়ির ইতিহাস বলি একটু। A. Lange & Sohne ঘড়ি তৈরি শুরু করে ১৮৪৫ সালে কিন্তু ২য় বিশ্বযুদ্ধের পর পূর্ব জার্মানি এটি দখল করে নেয়। বার্লিন প্রাচীর এর পতনের পর কোম্পানি প্রতিষ্ঠাতার পতি (নাতির সন্তান) আবার হাতে তৈরি ঘড়ি বানাতে শুরু করেন। A. Lange & Sohne Tourbograph এ মোট ১০৯৭ টি চলমান সন্ত্রাংশ রয়েছে। একটি ঘড়ির যন্ত্রাংশ সংযোজন করতে গড়ে ৩০ দিন সময় লাগে আর এক বারে একটি ঘড়িই তৈরি করা হয়।

ঘড়িটি কিনতে গেলে মিনিমাম সাড়ে চার কোটি টাকা লাগবে! Audemars Piguet Royal Oak Complication ৭ কোটি টাকার ঘড়ির বর্ণনা আর কিইবা লিখব........ Patek Philippe Sky Moon Tourbillon 5002 P ১.৫ মিলিয়ন $ বারো কোটি টাকা! ডুয়েলফেস ঘড়িটার নিখুঁত কিছু টেকনিকেল ফিচার আছে যেগুলো পাঁড় কালেক্টরদের জন্য, সাধারণের মাথায় ও ঢুকবেনা। তবে সবচেয়ে বড় একটা মাইনাস আছে যে জন্য আমি কিনবনা সেটা হল ঘড়িটা শুধু ময়েশ্চার আর ডাস্ট রেসিস্ট্যান্ট। আপনার শরীরের ঘামও এটির ভেতর প্রবেশ করতে পারে। ১.৫ মিলিয়নের ঘড়ির কাঁচের নিচে ব্লারি দেখালে তখন কেমন লাগবে আপনার  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।