আমাদের কথা খুঁজে নিন

   

২৫ শে ডিসেম্বর আমার বন্ধুর বন্ধু জিসান শা ইকরামের জন্ম দিন

শেষেও পাঠক হতে চাই শুভ জন্মদিন জিসান শা ইকরাম এমন দিনে.. পায়ে পায়ে এসেছি মেঠো পথ ধরে - ধুলো মেখে অনেকটা পথ একই সাথে , সে প্রায় দু'কুড়ি বছর ... সুখের সুখে দুঃখের সুখে উচ্ছল দিনের মত কাল রাত্রিতে ও, আনন্দের আনন্দে ... বেনিয়া হিসেব নেয়নি পিছু নেবেও না , এমন করেই বাকী সময়টুকু কখন যে পেরিয়ে যাব টের ও পাব না । অটঃ জন্মদিনের ক্ষণে যেখানে থাকব তা নেটের বাইরে- তাই আগেই লিখলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।