ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ পাহাড়ি ঝর্না বয়ে যায় ঝিরি ঝিরি নূপুর পায়ে ছন্দ তুলে ঝুমুর ঝুমুর বাজে নুড়ির মালা তার চঞ্চল পায়ে... সে কোন বঁধু বেশে যায় যে মিশে উন্মাদ নদীর জলে তরঙ্গ বাজে তাই রিন ঝিনিয়ে ছন্দ তুলে... চাঁদ হাসে জোছনায় ঝর্ণার জলে যেন রূপোলীর আলোর ঝিলিক তোলে সে সঙ্গোপনে মন মোহিনীর আকাশের নীল তাই ছড়িয়ে পড়ে ঝর্ণার জলে... আকাশ তাই ভেঙ্গে পড়ে ঝির ঝিরি বৃষ্টি হয়ে মেতে ওঠে উন্মাদনায় ঝুমুর ঝুমুর তালে ঝর্ণার জলে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।