আমাদের কথা খুঁজে নিন

   

ভুত এফএম

জ্ঞানের সাগরের এক ফোঁটা জল এখনো গ্রহণ করতে পারিনি। তবুও নিজেকে সবজান্তা বলি। সকলকে কিছু জানাতে পারার জন্যই লিখে থাকি। ভুত এফএম নিয়ে পোস্ট দিব চিন্তা করে গুগল ঘাটাঘাটি করলাম কিন্তু তেমন সাহায্যকারী কিছু পেলাম না। তাদের অফিশিয়াল সাইট নেই বোধহয়।

ভুত এফএম রেডিওতে আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। চরম জনপ্রিয়। আমি আশেপাশে তেমন কাউকে(বয়সে তরুন) পাইনি যারা ভুত এফএম শোনে না। বাংলাদেশে ভৌতিক অনুষ্ঠানের আকাল পরেছিল এমন সময় মেঘ না চাইতে সিডরএর মত ভুত এফএমএর আগমন। এই অনুষ্ঠান নিঃসন্দেহে রেডিও ফুর্তির জনপ্রিয়তা অনেক বাড়িয়ে দিয়েছে।

তবে এর নেটওয়ার্ক আরো উন্নত করা দরকার। বেশ কিছুদিন আগে ভুত এফএমএর প্রথম জন্মবার্ষিকী পালিত হয়েছিল। আইয়ুব বাচ্চু, হাসান মাসুদ, এলিটা এরকম অনেকে ফোনএ তাদের অনুভুতি জানিয়েছিলেন। কিছু ভৌতিক অভিজ্ঞতাও শেয়ার করেছিলেন। আর সুমন পাটোয়ারি ভুত নিয়ে আলোচনা করতে অনিচ্ছুক ছিলেন ভুতের ভয়ের কারনে।

যাই হোক, আজ শুক্রবার এবং যথারীতি রাত ১২টা বাজে আসছে ভুত এফএম। আশা করছি ভয়ংকর কিছু অভিজ্ঞতা জানতে পারব। সকলকে শোনার আমন্ত্রন রইল।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।