আমি আলাদা C একটি মজার এবং গুরুত্ব্ পূর্ন Programming Language, বলতে গেলে একে Software বানানোর Mother Language বলা জেতে পারে।
Apple apps, Android এবং অন্যান্য ক্ষেত্রে এই Language ব্যবহার করা হয়।
আজকে আমরা শিখবো একটি .exe file বানাতে জেটা open করলে Hello world অথবা জে কোনো লিখা দেখাবে।
Download Turbo C software - Google থেকে।
সোফটয়্যার ওপেন করে File > new দিলে একটি Window আসবে।
এটাতে লিখুন :
#include
#include
void main()
{
clrscr();
printf("Hello world");
getch();
}
এখন Save করে নাম দিন এবং Compile এ গিয়ে Make দিন।
Program টি জেখানে Install দেয়া সেখানে Drive এ TC Folder এর BIN folder এ .exe হিসাবে হবে।
পর্যবেক্ষন :
#include
#include // এগুলিকে হেডার ফাইল বলে । এগুলি থেকেই computer language বুঝে।
void main() // মেইন প্রোগ্রাম
{
clrscr(); // আগের স্ক্রিন এ জা ছিলো মুছে ফেলো
printf("Hello world"); // প্রিন্ট করো - এখানে হেলো ওয়ার্লড এর জায়গায় আপনি I love you, Happy Birthday etc লিখতে পারেন।
getch(); // কিবোর্ড এ জে কোনো কি প্রেস না করা পর্যন্ত Run Program
}
আমার খুদ্র একটি চেস্টা, ভুল হলে মাফ করবেন। কোনো প্রশ্ন থাকলে অবস্যই করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।