মহান আল্লাহ পাক ইরশাদ করেন, “ঐ ব্যক্তি সফলতা লাভ করেছে যে নিজেকে ইছলাহ বা পরিশুদ্ধ করেছে।” আর হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “আদম সন্তানের শরীরে এক টুকরা গোশত আছে, যেটা পরিশুদ্ধ হলে গোটা শরীর পরিশুদ্ধ হয়ে যায় আর সে গোশতের টুকরা অপরিশুদ্ধ হলে গোটা শরীরই অপরিশুদ্ধ হয়ে যায়; সাবধান! ওই গোশতের টুকরা হচ্ছে, ‘ক্বলব’।” কুরআন শরীফ, হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত হয় যে, প্রত্যেক মুসলমান নর-নারীর ক্বলব বা অন্তর ইছলাহ বা পরিশুদ্ধ করা ফরয। আর ক্বলব পরিশুদ্ধ করতে হলে হক্কানী-রব্বানী শায়খ-এর নিকট বাইয়াত হয়ে ছোহবত ইখতিয়ার করে শায়খ-এর নিকট থেকে ফয়েজ-তাওয়াজ্জুহ হাছিল করতে হবে। তাই আল্লাহ পাক বান্দাদেরকে নির্দেশ দিয়ে বলেন, “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ পাককে ভয় কর এবং হক্কানী-রব্বানী ওলী বা শায়খ-এর ছোহবত ইখতিয়ার কর।” আরও বিস্তারিত দলীল জানতে এখানে ক্লিক করতে পারেন: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।