আমাদের কথা খুঁজে নিন

   

হক্কানী-রব্বানী ওলীআল্লাহ উনাদের কাছে বাইয়াত হয়ে নিজ ক্বল্‌বকে নূরানী বা ইছলাহ করা সকল মুসলমানের জন্য ফরযে আইন

মহান আল্লাহ পাক ইরশাদ করেন, “ঐ ব্যক্তি সফলতা লাভ করেছে যে নিজেকে ইছলাহ বা পরিশুদ্ধ করেছে।” আর হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “আদম সন্তানের শরীরে এক টুকরা গোশত আছে, যেটা পরিশুদ্ধ হলে গোটা শরীর পরিশুদ্ধ হয়ে যায় আর সে গোশতের টুকরা অপরিশুদ্ধ হলে গোটা শরীরই অপরিশুদ্ধ হয়ে যায়; সাবধান! ওই গোশতের টুকরা হচ্ছে, ‘ক্বলব’।” কুরআন শরীফ, হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত হয় যে, প্রত্যেক মুসলমান নর-নারীর ক্বলব বা অন্তর ইছলাহ বা পরিশুদ্ধ করা ফরয। আর ক্বলব পরিশুদ্ধ করতে হলে হক্কানী-রব্বানী শায়খ-এর নিকট বাইয়াত হয়ে ছোহবত ইখতিয়ার করে শায়খ-এর নিকট থেকে ফয়েজ-তাওয়াজ্জুহ হাছিল করতে হবে। তাই আল্লাহ পাক বান্দাদেরকে নির্দেশ দিয়ে বলেন, “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ পাককে ভয় কর এবং হক্কানী-রব্বানী ওলী বা শায়খ-এর ছোহবত ইখতিয়ার কর।” আরও বিস্তারিত দলীল জানতে এখানে ক্লিক করতে পারেন: Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।