1: কোন বম্ব নিষ্ক্রিয় করার সময় কোন তার টা কাটতে হবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই । হিরো সবসময় সঠিক তারটাই কাটবে ! 2: হিরো যতোই মাইর খাক না কেনকোন ব্যথা পাবেনা , কিন্তু যখনই নায়িকা তার আঁচল ছিঁড়ে ব্যান্ডেজ লাগানো শুরু করবেহিরো অতি অবশ্যই"উহ"টাইপ শব্দ করবে ! 3: হিরো যদি পুলিশ অফিসার হয় এবং খুব জটিল একটা কেস কোনভাবেই সলভ করতে না পার, নিশ্চিত থাকুন তাকে সাসপেন্ড করার পর সে কেসটা দ্রুত সলভ করবে ! 4: হিরো যদি রাস্তায় নাচ শুরু করে, পথচারীরাও নাচের মুদ্রা ঠিক রেখে তার সাথে নাচতে শুরু করে .!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।