আমাদের কথা খুঁজে নিন

   

“আমি হব” কবিতার সমসাময়িক প্যারডি ভার্সন!!!

জীবন আসলে চিল্লাপাল্লা ছাড়া কিছুই না। সেটাই করতে চাই, মনের সুখে, ইচ্ছা মতন। *Courtesy: কাজী নজরুল ইসলাম সাহেব যদি তাঁর “আমি হব” কবিতাটি ২০১১ সালে বসে লিখতেন, আর তিনি যদি আমার মতো দুষ্ট প্রকৃতির হতেন, তাহলে মনেহয় এইরকমই কিছু একটা লিখতেন। -------আমার জানা মতে একজন মানুষ মরে যাওয়ার ৫ বছর পর্যন্ত তাঁর জিনিস পত্রের পেটেন্ট থাকে। তাঁর পর সেটা জনগনের সম্পত্তি হয়ে যায়।

তাই নিজের মনে করে কবিতাটা ( জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নিকট ক্ষমা প্রার্থনা পূর্বক) বিকৃত করলাম। কাওকে হার্ট করলে আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। “আমি হব” কবিতার সমসাময়িক প্যারডি ভার্সন!!! আমি হব রাত্রি জাগা পাখি সবার শেষে ফেসবুকেতে থাকবো আমি জাগি ! ৩টা, ৪ টা বাজার পরেও থাকবো আমি জেগে রাত হয়েছে, ঘুমোও এখন প্রিয়া বলবে রেগে। বলব আমি, লুথা মেয়ে ঘুমিয়ে তুমি যাও, সকাল হচ্ছে তাই বলে কি ঘুমিয়ে যাব ফাও? আমি যদি না জাগি গো কেমনে কি হবে? তোমার মত বাকিরা যে বেকার চ্যাটে রবে। স্মার্ট একটা মেয়ে পেলে নিয়ে নেব ঝুঁকি, নক আমি করবই করব হোক না যা হয় বাকি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।