আমাদের কথা খুঁজে নিন

   

কবি শৈবাল আদিত্যের কবিতা - পথিক, অচেনা সড়কে যাবো ...

রোদ ভেঙ্গেছে আজ। কোনো পিছু ডাকে ফিরে তাকাতেই হবে এ রকম দাসখত লিখিনি কোথাও, কোনোকালে । পাথর-গম্বুজ ফের ডেকেছিলো আমাকে, যাইনি ডেকেছে বন্যের নেমেসিস, যমুনার দীর্ঘশ্বাস আর সেই কাঠুরিয়া- কেটেছিল যে বৃক্ষের ছায়া অথচ পায়ের পাপ নেবে আরো কতটা পথ হয়নি কখনো জানা, তবুও চলেছি - যাবো না বলিনি, তবু ফিরেও যাইনি একবার পদব্রজে্ ভেঙেছি যে সময়ের মোহ । পূর্বসুরীদের দায় ঘাড়ে নিয়ে ফেরি করে ফিরি ভালোবাসতে শিখেছি - দেবো তাই ভুলের মাশুল ? চাবুক-চুমোর ক্ষত না শুকোলে ফিরবো না ঘরে জেনো, রাত্রিচারী বলে নয় আঁধার সরাবো বলে মুষল পূর্ণিমা হায় এত প্রিয় ছিল । কোনো পিছুটানে ফের ফিরতেই হবে এ রকম দাসখত লিখিনি কোথাও, কখনোই । পথিক হয়েছি - পৃথিবীর সব পথে যাবো তাই ? অচেনা সড়ক খুঁড়ে ইচ্ছেমত যাবো -  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।