আমাদের দেশে শীতকে প্রশংসা করে দুটো কথা বলা অনেক সময় অসস্তিকর হয়ে যায়। কারণ শীতের কথা বলতে গেলেই অগ্রাধীকার পায় শীতে যারা কষ্ট পাচ্ছে সেই সব দুস্থ নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুদের কথা। তার পরও আমি আজ গাইবো শীতের জয়গান।
আমাদের দেশে শীতের স্থায়িত্ব খুবই কম। মাত্র একমাস।
ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারীর মাঝামাঝি পর্যন্ত। এই স্বল্পকালীন শীত যাদের সামর্থ আছে তারা বেশ তারিয়েই উপভোগ করি। ভোরবেলা যখন রাস্তায় বের হয়ে আসলেন পরনের গরম কাপড়ের উষ্ঞতার সাথে সাথে শরীরের অনাবৃত অংশে শীতের ছোঁয়াও উপভোগ করার মতো ব্যাপার। বাস ধরার জন্য একটু দৌড় লাগালেন, কষ্টের বদলে যেন একটু আরামই বোধ হলো। ধোঁয়া ওঠা এককাপ গরম চায়ে চুমুক দেয়ার মজাই আলাদা।
সাথে যদি জোটে গরম গরম ভাপা পিঠা তাহলে তো সোনায় সোহাগা!
বাজারে গেলেন, দামের কথা যদি আপাতত ভুলে থাকতে পারেন তবে হরেক রকমের শীতের শাক-স্বব্জি আপনার মন কাড়বেই। ফুলকপি, মটরশুটি, সীম, টমেটো, গাজর, শালগম স্বাদে গন্ধে শীতের স্বব্জির কোন তুলনা হয়না।
বিভিন্ন রঙ ও রূপের ফুলে ফুলে বাগানগুলো ভরে থাকে, চোখ জুড়ায়।
রাতে লোড শেডিংয়ের ঝামেলা নেই। লেপের উষ্ঞতায় সারারাত পার।
প্যাচপ্যাচে ঘাম, অস্বস্তি থেকে মুক্তি।
জয়তু হে শীত! তুমি বার বার ফিরে এসো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।