আমাদের কথা খুঁজে নিন

   

The Little Princess

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility আজ,কাল ও পড়শু ছুটি !!! এত ছুটি দিয়ে কি করব ? আসুন ছবি দেখি । একটু আগে তো সামাজিক-ভৌতিক মুভি দেখলাম । এবার আসুন দেখি শিশুতোষ ছবি । ছবিটির নাম The Little Princess . ছবিটি তৈরী হয়েছে বিখ্যাত লেখিকা Frances Hodgson Burnett এর লেখা The Little Princess গল্প অনুসরনে । Frances Hodgson Burnett একজন ব্রিটিশ আমেরিকান লেখিকা ।

তার শৈশব ও বাস্তব অভিজ্ঞতার সংমিশ্রনে The Little Princess এর গল্পের উথ্থান । এই বিখ্যাত লেখিকার গল্প অনুসরনে ১৯১৭ সালে প্রথম তৈরী হয় The Little Princess ১৯৩৯ সালে রিমেক The Little Princess এবং ২০০১ রাশিয়ান Malenkaya printsessa এছাড়া আরও অনেক মুভি পার্শিয়াল সংমিশ্রনে তৈরী হয় । আমরা যা দেখব তা হচ্ছে সবচেয়ে বেশী সারা জাগানো পল্ট ১৯৩৯ এ তৈরীকৃত মুভি The Little Princess যা বিভিন্ন ভাষায় ডাবিং করা হয়েছে । Little Princess এর বাবা একজন সামরিক কর্মকর্তা । ইংল্যান্ড এর যুদ্ধের ময়দানে তার বাবার ডাক পড়ে ।

সেই ডাকে সাড়া দিতে সে চলে যায় দেশ মাতৃকার টানে । Little Princess কে আশ্বাস দেয় সে ফিরে আসবে । অভয় দেয় তাকে, ঠিকমত পড়াশুনা করতে বলে । Little Princess যে বোর্ডিং স্কুল এ থাকত ও পড়াশুনা করত, সেখানে তার দিনকাল ভালই কাটছিল । কিন্তু কাল হয়ে দাড়াল যখন সে জানতে পায় তার পিতা যুদ্ধে শহীদ হয় ।

সে তখন চারদিক থেকে নিজেকে একা মনে করতে শুরু করে । তার সাজানো গুছানো জীবনটা কেমন জানি উলট পালট হতে শুরু করে ! তার বোর্ডিং স্কুল এর হেড টিচার তাকে রাখতে রাজি হলেও স্কুল ফি এর জন্য তাকে এক্সটা অনেক কাজ করতে হয় । কিন্তু তবুও সে হাল ছাড়ে নি, সে বিশ্বাস করে তার বাবা একদিন ফিরে আসবে... .... এইভাবেই কাহিনী এগুতে থাকে ..... এইভাবেই শুরু হয় ছোট্ট Princess .. এর যাত্রা............... Click This Link সব বলে দিলে তো আর দেখাই লাগে না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।