"তার ও আগে বৃষ্টি নামুক আমাদের বিবেকের মরভূমিতে/ সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক, /আর পরিশুদ্ধ হোক ধরা,হৃদয়ের গ্লানি..."--শফিকুল ইসলাম আহা কি যে সুন্দর মরি মরি কি অপরূপ এই আমার দেশ পৃথিবীর বুকে ছোট্ট একটি স্বর্গ আমার বাংলাদেশ॥ নানান ঋতুতে নানা ফুল ফুটে যখন তখন নানা-বর্ণে নানা গন্ধে মাতায় এই মন- যেন চির বসন্তের দেশ আমার প্রাণের বাংলাদেশ॥ সকালে সূর্যের আলো, রাতে চাঁদের কিরণ পাখির গানে ভ্রমর গুঞ্জনে মুখর সারাক্ষণ সে যে অনন্ত যৌবনা, আমার প্রিয় বাংলাদেশ॥
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।