আমাদের কথা খুঁজে নিন

   

২৩ তারিখের সিনেমাখোরদের আড্ডায় আপনি আসছেন তো ? (সর্বশেষ আপডেট)

© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ । আগামী ২৩ শে ডিসেম্বর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি তে সামহোয়্যারইন এর সিনেমাখোর গ্রুপ থেকে “সামহোয়্যারইন এর সিনেমাখোরদের আড্ডা” শিরোনামে এক আড্ডার আয়োজন করতে যাচ্ছে। আমরা আমাদের পূর্ববর্তী পোষ্টে এ নিয়ে আলোচনা করেছি বিস্তারিত । যদিও এর আয়োজক সিনেমা প্রেমীরা,তবে এখানে সবাই আমন্ত্রিত। যে কেউ চাইলেই জয়েন করতে পারবেন।

সামহোয়্যারইন এর সিনেমাখোরদের আড্ডা ২০১১ • তারিখ ::: ২৩শে ডিসেম্বর ২০১১ • সময় ::: বিকাল ৩.৩০ মিনিট • স্থান::: টি এস সি-ঢাকা বিশ্ববিদ্যালয় • ফেসবুক ইভেন্ট লিংক কিছু বিষয় সমূহ : ১.আপনি চাইলে ল্যাপটপ,ডেক্সটপ(যদি পারেন),পেন ড্রাইভ,হার্ড ড্রাইভ নিয়ে আসতে পারেন। আমাদের আড্ডার একটা সেগমেন্ট থাকবে মুভি আদান প্রদান। ২.কেউ ক্যামেরা আনতে চাইলে আনতে পারেন। যারা ক্যামেরা আনবেন তারা ছবি তোলার সময় দয়া করে যার ছবি তুলবেন তার অনুমতি নিয়ে নিবেন। অনেকেই ছবি তোলার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছেন।

৩.কারো গান বাজনার শখ থাকলে গিটার,হারমোনিয়াম,তবলা,পিয়ানো আনতে পারেন। ৪.শুধু মাত্র সিনেমা নিয়ে আড্ডা সীমাবদ্ধ থাকবে না। আমরা সকল বিষয় নিয়েই আলাপ আলোচনা করবো। সবার অংশ গ্রহণ নিশ্চিত করবো। সবাই কে সুযোগ দিব কথা বলার,পরিচিত হওয়ার।

৫.খাওয়া দাওয়া ও হইবেক,তবে সমবায় নীতি অনুসরণ করে। একটি অনুরোধ : এটা আমাদের ফেসবুক ফ্যান পেজ। গ্রুপের সকল সদস্যকে অনুরোধ করছি সামুর "আপনার লিঙ্কস"অপশনে "সামহোয়্যারইন এর সিনেমাখোরদের আড্ডা" এই শিরোনামে এই গ্রুপের লিংকটি যোগ করার জন্য। এটি আমাদের গ্রুপের প্রচার ও প্রসারে সাহায্য করবে এবং সিনেমাখোরদের অফিসিয়াল পেজ হতে ও সহায়তা করবে। সকলের সহযোগিতা একান্ত কাম্য।

পদটিকা : যারা আমাকে মেইল করেছে তারা সবাই মেইল পেয়ে যাবেন ২২ তারিখের মধ্যে। মেইলে চোখ রাখুন। আমাদের গ্রুপে সর্বদা আপডেট দেওয়া হয়,সেখানে চোখ রাখুন। সম্ভব হলে যারা আমাকে নাম্বার দিয়েছেন তাঁদের SMS করা হবে। যোগাযোগ: মেইল করুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।