আমাদের কথা খুঁজে নিন

   

ফেবুতে সত্য বলিও না

হতে পারি বদ অথবা ফাজিল কিংবা একটু দুষ্টু প্রকৃতির। আমি নিজেকে জোকার ভাবতেও ভালবাসি। কিন্তু আমি চরম ঠোঁটকাটা। আমি সত্যের জন্য কারো পরোয়া করি না। কারন পাপ বাপকেও ছাড়ে না।

নিশ্চই মিথ্যা বিলুপ্ত হবে। www.facebook.com/RISALATMAX প্রশ্নঃ রাজনীতি ছাড়া কোথায়সত্য কথা বলা পাপ? কেন? উদাহরন দাও। . . উত্তরঃ ফেসবুক। এর ফলে প্রচুর পরিমান গালাগালি এবংআনফ্রেন্ড বা ব্লক খাইতে হয়। যেমনঃ১. একদা এক ললনা ফেবুতেএকখান ফুডোক দিছে।

একটা ললনা খ্যাত কিংবা মাঠের মাঝে তাহার কোমড় সমান চুল লইয়া দাড়াইয়া আছে। সক্কোলে কমেন্টাইতাছে কিউট ফিউট সৌন্দর এমনকি পুলারা পর্যন্ত বড় চুলের জইন্যে আফসোসাইতাচে। আমি এক্টু গবেষনা করি পাইলাম যে ইহা বঙ্গবিখ্যাত ফিলিম খাইরুন সুন্দরী গানের একখান ফুডো। আমি খালি কমেন্টে কইচি "বাহ মৌসুমী ওরফে খাইরুনের চুলেরকি সৌন্দর্য্য"। কমেন্টাইতেদেরি লেকিন ললনা আমারে ব্লকাইতে দেরি করে নাই।

২. একটা পুলা ইন এ রিলেশনশিপে গেছে। জীবনে তো আর কোন উন্নতি অইলো না তাই দেখতে গেলাম পুলাডারে কেঠায়বাঁশ দিছে। ললনার আইডিটে ঢুইকাই আমি টাস্কিত! ! মাইয়াডার ফুডোক আমার বিয়াফুঁক পরিচিত কারন উহা আমার সিলইট্যা উজমা আপ্পির ফুডোক যিনি অলরেডি আমার ফেরেন্ডু লিস্টে এডেড। আমি পুলাডার ওয়ালে গিয়া লিকিলাম"ব্যাডা পিরিতের বাঁশ তো খাইলি তাও ফেক আইডির লগে?" হে হে হে উপযুক্ত খিস্তি প্রদান পূর্বক আমি তাহার হাতে ব্লক। ৩. আরেক পুলা একটা ললনার ফুডোক আপলুডাইয়া কয় যে ঐ ললনা তার জান আর সে তাহাকে ভালুবাসে।

মজার বিষয় ললনায় আমাগের সাথে বরিশালে লেখা পড়া করে আর ঐ পুলায় থাকে রাজশাহীতে তাও কেলাস ৮ এ অধ্যায়নরত। সগ্গোলে ফুলাডারে কনগেরাচুলেট করিতেচিল আর আই গিয়া খালি জিগাইলাম "ছুডো বাই তুমি কনারে চিনো ক্যাম্বায়?" ইহার পরে কি অইলো তা কি বলাবার কয়ি জরুরত হ্যায়? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।