ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) ব্লগ দিবসে যাব কি যাবো না এই নিয়ে প্রথম থেকেই অনেক দ্বিধার মধ্যে ছিলাম ! প্রথমে ব্লগার টিনটিন ভাই আর আমি এক সাথে যাব বলে কথা থাকলেও পরে বিশেষ কারণে ওনার যাওয়া অনিশ্চিৎ হয়ে পড়ে ! তারপরে একে একে মাহামুব ভাই (রাষ্ট্রপ্রধান ) , ক্যামেরাম্যান নানা , জাহিদুল হাসান ভাই এবং আরও কয়েকজনের ফোনে কল দেয় ! জাহিদ ভাই ও ক্যামেরাম্যান নানা ছাড়া সকলেই যাবে এই বিষয়ে নিশ্চৎ হয়ে বেরিয়ে পড়ি ! সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে , ধানমন্ডি থেকে পরীক্ষা শেষ করে আবার উত্তরায় একটা কাজে আসি তবে বাসায় ফেরা হয়নি । তাই যে অবস্থায় ছিলাম ঐ ভাবেই উঠে পড়ি বাসে ! কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ভুল করে (৩বি) গাড়িতে উঠে পরি শুধু (৩) লেখা দেখে । কিন্তু একটু পরে জানতে পারি এটা সায়েদাবাদ যাবে ! কি আর করা ..... বনানী নেমে আবার রওনা হয় (৩এ) গাড়িতে চড়ে শাহাবাগের উদ্দেশ্যে ! পথিমধ্যে ব্লগার শাহেদ খান ভাই এর সাথে কথা হয় মোবাইলে ! উনি আগেই শাহাবাগ পৌছে গেছেন । ছাইরাছ হেলাল ভাই এর কাছে কল করে জানতে পারি উনি এবং জিসান শা ইকরাম ভাই দুজনই প্রায় কাছাকাছি চলে এসেছেন ! এবার বাস থেকে নেমে যখন জাদুঘর পার হচ্ছি তখন দেখি জিসান ভাই ও হেলাল ভাই এবং আরও কয়েকজন দাড়িয়ে আছেন পাবলিক লাইব্রেরীর গেটে ! তখন একটু লজ্জা লাগছিলো তাই কথা বলিনি । সবাই উনাদের চাচা,মামা ডাকে আমি ডাকি ভাই বলে , আর সত্যিই উনারা আমার বাবা'র বয়সের হবেন ! যায় হোক একটু পরেই পাবলিক লাইব্রেরীর গেট দিয়ে চাদর মুড়ি দিয়ে জ্যাকি চ্যাং এর মত গুটিগুটি পায়ে আমাদের মনসুর ভাইডি হেটে আসছেন ! হঠৎ আমি অতর্কিতে তার উপরে ঝাপিয়ে পড়লাম যদিও উনি আগেই চিনতে পারছিলেন নইলে আমার পরবর্তি ঠিকানা মনে হয় বঙ্গ বন্ধু মেডিকেলে হয়তো ! উনি আবার বিরাট মাইরপিট (মার্শাল আর্ট) জানেন তো তাই ! এরপরে দুইজন মিলে সাড়াশী অভিজান চালিয়ে অনুষ্ঠানের সেই কাঙ্খিত রুম খুজে পেয়ে হাসি মুখে ঢুকে দেখি চেয়ার সব বেদখল হয়ে গেছে আগেই দাড়ানোর জায়গারও বেশ অপ্রতুলতা লক্ষনীয় ইতিমধ্যেই !! ভেতরে দেখলাম কৌশিক দাদা খুব স্মার্টলী উনুষ্ঠানের উপস্থাপনা করছেন ! আর অন্য দিকে শরৎ দাদা একটা মাউথ ষ্পিকার নিয়ে ঘোরাঘুরি করছেন ! কৌশিক দাদা একটুও উনাকে কথা বলার চান্স দিচ্ছেন না এর পরে শুরু হলো সব সহব্লগারদের সাথে পরিচয় পর্ব তবে যাদের আগেই চিনতাম তাদের সাথে আগে মোলাকাত হলো ! এর মধ্যে শরৎ দা কালপুরুষ দাদা , শিপু ভাই , রাজ সোহান , ছোট মির্জা , শাহেদ খান , নষ্ট কবি ,জীবনান্দদাসের ছায়া , রেজোয়ান মাহবুব তানিম, আরিফ রায়হান মাহি , আরও অনেকের সাথে .... এই হারে নাম লিখতে থাকলে তো পোষ্ট শুধু নামেই ভইরা যায়বো ! এরপরে যাদের সাথে প্রথম দেখা হলো ..... জিসান শা ইকরাম ভাই এবং ছাইরাছ হেলাল ভাই, উনাদের দেখার ইচ্ছেটা আমার অনেক দিনের , অবশেষে কাল সেই কাঙ্খিত মুহুর্ত্ব আসলো ! আমি খুব আনন্দিত ছিলাম ঐ মুহুর্ত্বে ! এর পরে একে একে , সাকিন উল আলম ইভান , রুদ্রপ্রতাপ , অণুজীব , নিশাচর ভবঘুরে ,ফয়সাল তূর্য , ইশতিয়াক আহমেদ চয়ন , খালি ব্যান খাই , আশকারি রহমান , চে গুয়েভারা , সুপান্থ সুরাহী , আশিকুর রাসেল (ল্যাপটপ জয়ী ব্লগার ১লক্ষ তম ) , সরল মানুষ , আহাদিল আপু এবং আরও ২/৩জন আপু ব্লগার সহ আরও অনেকেই! মূল অনুষ্ঠান কেন্দ্রের অবস্থা তো আগেই বলেছি । তাই খোলা আকাশের নিচে কুয়াশাতে ভিজে , আড্ডাবাজী করতে করতে হঠাৎ মনে হলো আমি কেমন যেন অসুস্থবোধ করছি ! তাই ৮টার আগেই খানাপিনা ছেড়ে সবার আড্ডার স্থান থেকে বিদায় নিয়ে বাস না পেয়ে একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসি এবং তার পর থেকেই আমার জ্বর !! তবে আড্ডাবাজীর সময় আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মজার মজার রসাত্মক ঘটনা ঘটেছিলো সেটা লেখার ইচ্ছে থাকলেও আর লিখতে পারছি না ! কেন জানি লিখতে ইচ্ছে করছে না ! শেষে এসে কিছু কথা বলি ,,, রাষ্টপ্রধান ভাই এর ভাষায় ব্লগ একটা পরিবারের মত ! তাই আসুন আমরা সেই পরিবারকে ভেঙেচুরে ছোট ছোট একক পরিবার না করে সঙ্গবদ্ধ আকারে আগেরকার দিনের সেই যৌথ পরিবারের মত একটা শক্তিশালী সাইবার ফ্যামিলি গড়ে তুলে তার মাঝে নিরাপদে বসবাস করি ! সবাইকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি ! হ্যাপি ব্লগিং যাদের নাম মিস করেছি তারা রাগ কইরেন না ভাই / বোন !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।