পুরনো আমিটাই ভাল ছিলাম... একলা থাকার প্রহরগুলো মন ভাল নেই, মন খারাপের একলা জাগা রাত্রিঘোরে কেউ থাকে না চুপটি পাশে, বারান্দাটা ফাঁকাই থাকে কেউ বসে না দোলচেয়ারে, পড়ার টেবিল একলা জাগে বইয়ের পাতা নিঃসঙ্গতায়, লেখার খাতায় ভুল কবিতা জমছে কেবল রোজ অমিলে; ছাদের কোণে গোলাপ গাছে কাটছে পোকা নির্ভাবনায়, জ্যোৎস্না এসে ফিরেও গেছে হাত বাড়িয়ে কেউ থাকে নি; ভীষণ ক্রোধের সময়গুলো যাচ্ছে ডুবে নিমজ্জনে, খুব খেয়ালি মনের তলে জমছে ধুলো ভুল খেয়ালে, না থাকাতেই থাকছে বেশি পুড়ছি অচিন যন্ত্রণাতে; চায়ের কাপে তৃষ্ণাচুমুক ঘুমহীনতায় অতীত ছবি, মুখরসময় মূক হয়েছে দৃষ্টি জুড়ে শূন্যবিরাজ; ঝরাপাতার পথের ধারে একলা বসে কোন খেয়ালে চরণধ্বনি আর বাজে না প্রতীক্ষারা পাতার বুকে, দূর বাতাসে গান ভাসে না বৃথাই বসে ভুল জানালায়, চিলতে আলো পথ ভুলেছে আর আসে না বিরান পথে। ১.০.১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।