ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ ‘যে আগাইবা, তারে ধরে আগুনে ফেলব, যাও ভাগো, আগে নিজেরে বাঁচাও...!’
গত রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ সুপার এক্সপ্রেস দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় পৌঁছালে পাঁচ থেকে ছয়টি মোটরসাইকেলে চড়ে আসা একদল যুবক বাসের গতি রোধ করে। যুবকেরা লাঠি ও ইট দিয়ে আঘাত করে বাসের জানালার কাচ ভাঙতে থাকে। এ সময় আতঙ্কিত যাত্রীরা বাস থেকে নামার চেষ্টা করলে যুবকেরা বাধা দেয়। একপর্যায়ে কয়েকজন যুবক চালকের আসনের সামনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সে সময় বাসের ভিতর একজন আটকে পড়েন।
জানালা দিয়ে বের হবার জন্য তিনি চেষ্টা করতে থাকেন আর তা দেখে সেই বাসের কয়েকজন যাত্রী তাকে উদ্ধারের জন্য এগিয়ে গে্লে দু্বৃর্ত্তরা বাঁধা দিয়ে হুঙ্কার দিয়ে বলে 'যে আগাইবা, তারে ধরে আগুনে ফেলব, যাও ভাগো, আগে নিজে বাঁচো'। সবার চোখের সামনে তিনি আগুনে পুড়ে মারা যান। বাসের জানালা থেকে শুধু তাঁর পা দুটি ঝুলতে দেখা যায়।
প্রতিবাদের অনেক ভাষা আছে। গাড়ি ভাংচুর কিংবা অগ্নি সংযোগ সর্বত্রই হয়ে থাকে।
কিন্তু সবসময় এই সহিংসতার আগে যাত্রিদের নেমে যাওয়ার সুযোগ করে দেয়া হয়। এক্ষেত্রে তা করা হয় নি। এটা সম্পূর্ণ সুস্থ মাথায় পুড়িয়ে মারার সামিল। এহেন জঘন্য ও বর্বরোচিত হত্যাকাণ্ড যেই ঘটিয়ে থাকুক, তাদের কঠোর শাস্তি হওয়া উচিৎ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।