মনের মহাজন খুঁজে ফিরি....
আজ ১৯শে ডিসেম্বর সোমবার ৩য় বাংলা ব্লগ দিবস উপলক্ষ্যে শাহবাগের গণ গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হলো ব্লগারদের সম্মেলন। ২০০৫ সালের এই মাসে বাংলা ব্লগের যাত্রা শুরু হয়। ২০০৯ সালের ১৯ ডিসেম্বর প্রথমবারের মতো পালিত হয় বাংলা ব্লগ দিবস। এবারের ৩য় বাংলা ব্লগ দিবসের প্রতিপাদ্য ‘গণজাগরণে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার আইন’। ১৩টি বাংলা কমিউনিটি প্ল্যাটফর্মের যৌথ আয়োজনে আজ বিকেল পাঁচটায় ঢাকার গণ গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয় ব্লগ দিবসের আয়োজন।
উক্ত অনুষ্ঠানের শুরু থেকেই আমি উপস্থিত ছিলাম। পুরো অনুষ্ঠানে অনেক ভাল-মন্দ লাগার মতো ঘটনা ঘটেছে। যারা সেখানে যেতে পারেননি তারের জন্য আমার এই পোস্ট। প্রথমে ভালোটা বলবো নাকি মন্দা বলবো বুঝতে পারছি না। তবে বড়রা বলেন প্রথমে মন্দটাই বলে পরে ভালোটা বলা উচিত।
আসুন কথা না বাড়িয়ে বিস্তারিত জানা যাক।
অনুষ্ঠানের কিছু মন্দ দিক
অনুষ্ঠানের কিছু মন্দ দিক বলার উদ্দেশ্য হচ্ছে পরবর্তিতে আবার যখন অনুষ্ঠান হবে তখন যেন আরো বেশি সচেতন হওয়া যায়। মন্দ দিক গুলো হচ্ছে -
০১. ৩য় বাংলা ব্লগ দিবস অনুষ্ঠান সকল ব্লগারদের অনুষ্ঠান হলেও সেখানে শুধুমাত্র সামহোয়্যারইন ব্লগ কর্তিপক্ষ একক আধিপত্য বিস্তার করেছেন। যেন অন্যরা কিছুই জানে না শুধু সামহোয়্যারইন ব্লগ কর্তিপক্ষই সব জানেন।
০২. যেখানে সম্মেলন হয়েছে সেখানে রুম এত ছোট ছিল যে শুধু মাত্র কিছু লোক বসতে পেরেছিলেন বাকিরা সবাই দাড়িয়ে ছিলেন।
০৩. পর্যাপ্ত বসার জায়গা ছিল না। কারণ ছোট কনফারেন্স হল নেওয়া হয়েছিল।
০৪. অনুষ্ঠানটি পুরো অগোছালো ছিল।
০৫. এত বড় অনুষ্ঠান কিন্তু সুন্দর ডেকোরেশন ছিল না।
০৬. আমন্ত্রিত মডারেটরদের বসার জন্যও কোন জায়গা ছিল না।
০৭. ছিল না নারীদের বসার জন্য বিশেষ কোন ব্যবস্থা।
০৮. ব্লগারদের পরিচয় করে দেওয়া হয়নি।
০৯. চিরাচরিত নিয়মে সাংবাদিকদের কারণে মঞ্চের বক্তাদের কথা শুনতে সমস্যা হয়েছে।
১০. সর্বপরি অনুষ্ঠানে ব্লগারদের তেমন কোন সুযোগ দেওয়া হয়নি ইত্যাদি,ইত্যাদি।
অনুষ্ঠানের কিছু ভালো দিক
অনুষ্ঠানের কিছু ভালো দিক নয় বরং অনেক ভালো দিক ছিল।
আসুন আমরা সেসব ভালো দিক সম্পর্কে জানি।
০১. বিখ্যাত ব্লগার কৌশিকদা অনুষ্ঠানটি দারুন ভাবে উপস্থাপনা করে মাতিয়ে রেখেছিলেন।
০২. একটু পরপর এসেছিলো অনেক অনেক সুসংবাদ।
০৩. ১৩টি বাংলা কমিউনিটি প্ল্যাটফর্মের উপস্থিত হওয়ার কথা থাকলেও ছিল ১৫/১৬টি ব্লগ টিম।
০৪. অনুষ্ঠান শেষে চা-পানির আয়োজন ছিল।
০৫. সামুর প্রথম সেরা দশজন ব্লগারের নাম ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে মজার কিছু উক্তি
৩য় বাংলা ব্লগ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. আনিসুজ্জামান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সামুর পরিচালক জানার বিদেশী হাজবেন্ড, গণ গ্রন্থাগারের এক পরিচালকসহ আরো অনেকে। তাদের বক্তব্য ছিল- তারা ব্লগ সম্পর্কে তেমন কোন ধারণা রাখেন না। যায় হোক কিছু বক্তা মাজার কিছু উক্তি করেছেন তা এখানে উপস্থাপন করলাম।
ড. আনিসুজ্জামান বললেন-
• 'আমি ব্লগিং জানি না, জানাকে (সামুর পরিচালক) জানি' !
গণ গ্রন্থাগারের এক পরিচালক (তার নাম কেউ একবারের জন্যও বলেননি ওই পরিচয় ছাড়া)
• 'ব' দিয়ে অনেক কিছু হয় যেমন 'ব'তে- বন্ধু, 'ব'তে- বান্ধবি, 'ব'তে- বালিশ-বিছানা, 'ব'তে- বিয়ে, 'ব'তে- বউ, 'ব'তে- বাচ্চা, 'ব'তে- বাংলা, 'ব'তে- বাংলাদেশ,...........'ব'তে- ব্লগ।
তাই 'ব'-এর ব্লগ ভালবাসি !
• ‘Let not the BLOG be BLOCKED’ !
• 'কাউকে না দিয়ে বাদ, সবাইকে ধন্যবাদ' !
উপস্থাপক কৌশিক
• মঞ্চে জানার বিদেশী হাজবেন্ডকে ডাকতে গিয়ে বললেন- 'বিদেশী বাংলাদেশী' !
সামুর প্রথম সেরা দশজন ব্লগারের নাম ঘোষনা
এবছর ব্লগ দিবসের অনুষ্ঠানে সামুর প্রথম সেরা দশজন ব্লগারের নাম ঘোষনা করা হয়
তারা হলেন-
১। ইমন জুবায়ের
২। মাহমুদুল হাসান কায়রো
৩। ফিউশন ফাইভ
৪। আলিম আল রাজি
৫।
জাহাজী পোলা
৬। শায়মা
৭। রেজোওয়ানা
৮। আরিয়ানা
৯। ডিসকো বান্দর
১০।
আসিফ মহিউদ্দীন
শেষ কথা
ভালো হোক আর মন্দ হোক শেষ পর্যন্ত আমাদের প্রিয় ব্লগ দিবস পালিত হলো প্রিয় কিছু মূহুর্ত নিয়ে। সময় গুলো কীভাবে যেন পার হয়ে গেলো তা ঠিকই পেলাম না। তবে আগামী ব্লগ দিবসে উল্লেখিত সমস্যা গুলো সমাধান করে আরো সুন্দর করে পরিচালিত হোক এটাই প্রত্যাশা করি।
বাংলা ব্লগ দিবস উপলক্ষ্যে আমার একটি তথ্যপূর্ণ লেখা পড়তে পারেন ব্লগ-এর এ টু জেড।
শুভ ব্লগিং এবং শুভ রাত্রী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।