আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ চোখ মেলে দেখো ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ ছোট বেলা থেকেই আমার এক পুরনো অভ্যাস; আমি কখনো আমার ব্যবহার্য পুরনো কিছু বিক্রি করিনা। সে আমার পোশাক-আশাক, বই পত্র কম্পিউটার সে যাই হোক। এ নিয়ে আমাকে অনেক সময় অনেক গাল মন্দ শুনতে হয়েছে। একবার, বাসা পরিবর্তন কালে আমার আম্মার জন্য নুতন খাট কেনা হল। সে পুরনো খাট নুতন বাসার গ্যারেজে পড়ে রইল, একজন সেটা দেখে আবদার করাতে আমি দিয়ে দেই, কিছুটা বকা শুনতে হয়েছে, আমি গায়ে মাখিনি।

ছোট বেলা থেকেই আমার পুরনো পাঠ্য বই আমি কাও কে না কাও কে দিয়ে দেই, আমার মনে পড়ে না আমি কখনো বই বিক্রি করেছি। আমি HSC পরীক্ষার পর আমার ২ সেট বই একজন কে দিলাম। বই গুলো পেয়ে সে কি তার খুশির ঝিলিক! আজো আমাকে দোলা দিয়ে যায়। একদিন, এমন এক শীতের সন্ধ্যায়, আমি কোথাও থেকে রি্ক্সায় করে ফিরছি, রি্ক্সাওয়ালার গায়ে লুঙ্গি পেঁচিয়ে। আর আমি নিচে সোয়েটার তার উপর জ্যাকেট! তবুও শীত মানছে না।

আমি গন্তব্যে নেমে রিক্সাওয়ালাকে জ্যাকেটটা খুলে দিয়ে দেই। সে আমার মাথায় হাত বুলিয়ে চলে যায়। বন্ধুরা, তোমার অনেক কাপড় অযত্নে পড়ে আছে। অকারনেই। তুমি দাও তাই বিলিয়ে তোমার আশে-পাশের সেই অসহায়দের।

তোমার সেই জঞ্জাল, তাঁর কাছে হয়তো অমূল্য রতন। আর দেরি নয়, চোখ মেলে দেখো, সে তোমার আশ-পাশেই আছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।