০১. শেরে বাংলা এ কে ফজলুল হক এর একটি সত্য ঘটনা
বাংলার বাঘ, রয়েল বেঙ্গল টাইগার নামে পরিচিত "শেরে বাংলা এ.কে.ফজলুল হক" লন্ডন থেকে ডিগ্রী পাওয়ার পর সে গাউন পরেই চলে গিয়েছিলেন ব্রিটিশ শাসিত ভারত পার্লামেন্টে।
বিশ্ববিদ্যালয়ের গাউনগুলো তখন দেখতে অনেকটাই ছিল মহিলাদের বোরখার মতো।
একজন শিখ তরুণ সংসদ সদস্য শেরেবাংলাকে লজ্জায় ফেলার জন্য বললেন-
'আমরাতো ভেবেছিলাম ভাবী (শেরে বাংলার স্ত্রী) সাহেবাই এসেছেন! এখন দেখি....। '
আমাদের শেরে বাংলাও কিন্তু কথায় কম যাননা। তিনি বললেন-
"আপনারা হতাশ হয়েছেন বলে আমি দুঃখিত।
আসলে আমার স্ত্রী কিছুতেই এতগুলো হিজড়ার সামনে আসতে চাইলেন না!"
০২. তিন ব্যক্তি হেটে যাচ্ছিল।
১ম ব্যক্তি : আমার বাহু দুনিয়ার সবচেয়ে ছোট বাহু।
২য় ব্যক্তি : আমার মাথা দুনিয়ার সবচেয়ে ছোট মাথা।
৩য় ব্যক্তি : আমার Penis দুনিয়ার সবচেয়ে ছোট।
তিন ব্যক্তি তাদের সত্যতা যাচাইয়ের জন্য গিনিস বুকের অফিসে গেল।
প্রথমে প্রথম ব্যক্তিটি ঢুকল। কিছুক্ষন পর সে বের হয়ে এসে বলল,"আমার বাহুই পৃথিবীর সবচেয়ে ছোট। "এবার দ্বিতীয় ব্যক্তিও ঢুকল। কিছুক্ষন পর সেও হাসি মুখে বের হয়ে এসে বলল,"আমার মাথাই পৃথিবীর ছোট মাথা। "এবার গেল ৩য় ব্যক্তি।
কিন্তু কিছুক্ষন পর সে খুবই রাগান্নিত হয়ে এসে বলল,
,
,
,
,
,
,
"এই শালা শাকিব খানটা কে? ওর জন্য আমি রেকর্ড করতে পারলাম না
০৩. ছেলেঃ আন্টি আপনার মেয়ে এত সিলিম কেন।
আন্টিঃ ও সালাদ পছন্দ করে তো তাই,
ছেলেঃ হে আন্টি আমিও বুঝতে পেরেছি। এ জন্যই তার বালিশের নিচে শসা, মূলা, গাজর পাওয়া যায়।
০৪. একদিন এক বাউল গেলেন সদাই-পাতি কিনতে। কিছু সদাই কেনার জন্য মুদি দোকানে দাঁড়ালেন।
দোকানদারঃ আসুন বাবাজি, কি দরকার আপনার?
বাউলঃ বাবা, আপনার দোকানে ভালো মানের চাউল হবে?
দোকানদারঃ জী হবে, এই দেখুন ৪০ টাকা কেজি।
বাউলঃ আচ্ছা বাবা এই চাউল তাহলে আমার ১০ কেজি দিন। আপনার কাছে দেশি মশুরের ডাউল হবে?
দোকানদারঃ হ্যাঁ বাবা ১০০% দেশি ডাউল, মাত্র ৯৫ টাকা।
বাউলঃ আচ্ছা বাবা তাহলে আমাকে ১ কেজি ডাউল দিন।
সদাই নেয়ার পর ঐ বাউল সম্পুর্ন টাকা পরিশোধ করলেন।
এরপর দোকানদার একটু সংকোচ করে বাউলকে বললেনঃ-
দোকানদারঃ বাবাজি অনেক লোককে দেখি সাধু বা সুন্দর ভাষায় কথা বলেন, কিন্তু আপনার ভাষাটা একটু বেশি সাধু। যেমন আপনি চাল-কে চাউল, ডাল-কে ডাউল বলেন এই আর কি।
।
।
।
।
বাউলঃ (একটা দীর্ঘনিঃশ্বাস ছেড়ে) বাবারে চাউল-কে যদি আমি চাল এবং ডাউল-কে যদি আমি ডাল বলি তাহলে আমার মত বাউল-কে আপনারা কি বলবেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।