আমাদের কথা খুঁজে নিন

   

হে পথিক

"দিন যতই অতিবাহিত হচ্ছে মৃতু্্ ততই ঘনিয়ে আসছে। পৃথিবীর আলো বাতাস আর রিযিক তোমার ফুরিয়ে যাচ্ছে। হে অনন্ত পথেরে যাত্রী, যাত্রা পথের পাথেয় সংগ্রহ হয়েছে কি? জেনে রেখো, পৃথিবীর যা কিছুই তুমি ভালবাস একদিন তোমাকে তা ছাড়তেই হবে, সংসার এবং জগতের মায়া ছেড়ে অনন্তের পথে তোমাকে যেতেই হবে। মৃতু্্কে তুমি যতই এড়িয়ে চল একদিন তার কাছে ধরা পড়তেই হবে। অতএব, হে পথিক দুনিয়ার জন্য ততটুকু তুমি শ্রম দাও যতটুকু পরিশ্রম কর যতটুকু তুমি সেখানে আশা কর। প্রভূর স্বরণ হতে বিস্মৃত হয়োনা। অন্যায়, অত্যাচার বা জুলুম দ্বারা আত্মাকে কুলষিত করো না। আল্লাহর কৃপা ও দয়ার আশা পোষণ করিও। মানুষের সাথে তদ্রুপ ব্যবহার করিও যেরূপ ব্যবহার তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে প্রত্যাশ কর।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।