আমাদের কথা খুঁজে নিন

   

ফুনালাপ(মায়াবী কন্ঠ)

দেশ বিরোধী যে কেউ এই ব্লগে ডুকবিনা। রাত ১২:৩০ মিনিট বিমল: হ্যালো... মায়াবী: এই তুমি কখণ পৌছলা?মোবাইলে চার্জ ছিলোনা,বিদ্যুৎও ছিলোনা তাই মোবাইলে চার্জ দিতে পারিনাই,এই মাত্র বিদ্যুৎ এলো এখণ চার্জে দিয়া কথা বলছি। বিমল : হুম ... মায়াবী: তুমি কি কিছু খাইছো এখনো? আমি এখনো কিছু খাই নাই। ভাবছি তুমি যখণ পৌছবা তখন খাবো। যানো তোমার জন্য খুব টেনস হচ্ছিলো।

বিমল :হুম... মায়াবী: কি সেই কখন থেকে হুম হুম করছো। আমি একাই বলে যাচ্ছি তুমি কোন উত্তর দিচ্ছোনা। বিমল: আসলে ম্যাম, আপনি বোদহ্য় অন্য কাউকে চাচ্ছেন। রং নাম্বার... মায়াবী: রং নাম্বার? সরি !!!! আমি তো আমার হাসবেন্ড-এর নাম্বারে কল করলাম,আর আমিতো নাম্বার চাপি নাই সরাসরি নাম থেকে ডায়াল করলাম। রংনাম্বারে যাবে কিভাবে?এটাতো অসম্ভব... বিমল: ম্যাম বাংলাদেশে সবই সম্ভব !!!হ্য়তো রাত্রে বেলায় মেশিন ঘুমের ঘোরে রং কানেকশন দিসে।

মায়াবী: সরি ! আপনাকে বিরক্ত করলাম। রাখি হ্যা...। (ডিসকানেক্টেড) পরদিন দুপুর ১। ৪৫ মিনিট বিমল: হ্যালো... মায়াবী: জি স্লামুয়ালাইকুম,কে বলছেন? বিমল: জি আমার নাম বিমল,কাল রাতে ক্রস কানেকশানে আপনার সাথে কথা হয়েছিলো। মায়াবী: সরি ভাইয়া, আমি কিছুই বুঝলাম না কি করে এমন হলো।

আপনার সাথে কথা বলার পরে আবার আমি সেম নাম্বারে ডায়াল দিলাম তখন আমি আমার স্বামীকে পেলাম। বিমল: বলেছিলামতো ! এমন কাকতালীয় বেপার কিছু হতে পারে। মায়াবী: আমার হাজবেন্ড কাল রাতে কক্সবাজার গেছে একটা টুরে তাই রাতে খোজ নিতে কল দেওয়া। আপনি কিছু মনে করেন নি তো? বিমল : মনে করলেতো আর এখণ কল দিতাম না। আপনার কন্ঠটা খুব ভালো লাগছিলো(সেই আদিকালের ঝং ধরা পদ্ধতি মেয়ে পটানোর জন্য)যেনো নতুন বউ।

মায়াবী: আমাদের বিয়ে হলো ২ মাস হইছে। বিমল: দেখলেন ঠিক ধরে ফেলেছি। (কল ওয়েটিং এ কমল) মায়াবী: ভাইয়া আমি এখন গোসলে যাবো,রাখি? বিমল: জি ভালো থাকবেন। বাই মায়াবী:জি বাই...(ডিসকানেক্টেড) কমল: হ্যালো..। (কমল কানেক্টেড) বিমল:কিরে কাবাবমে হাড্ডি।

কমল: কার সাথে কথা বলছিস ? বিমল: নতুন একটা পক্ষি পাইছি, লেটেস্ট মেরিড..ঝাক্কাস ভয়েছ..। কমল: আবার কার সংসারে আগুন দিচ্ছিস? বিমল: পাখি নিজে থেকে উড়ে আমার ঢালে বসলে আমি কি করবো? কমল: প্লিজ !!!! এসব ছেড়ে ভালো হ। বিমল: ভাবতাছি,দেখি কি করন যায়,সময় লাগবো ততোদিন চালিয়ে যাই। আমি না করলে অন্য কেউ প্রক্সি দিবো,আমি করলে দোষ কি? কমল: হলে আয় তোর সাথে কথা আছে। বিমল: ওকে বস !!!! কামিং.. কমল: রাখি বাই..।

(ডিসকানেক্টেড) (সংসার ভাংগার সত্য ঘটনা অবলম্ববনে/ভালো লাগলে আরো লিখুম) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।