আমাদের কথা খুঁজে নিন

   

আজ দিনটি 'ব্লগার'দের

আজ ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস। তৃতীয় ব্লগার সমাবেশ। ব্লগ ব্যবহারকারীদের বলা হয় blogger। ইউকিপিডিয়ার ব্যাখ্যা অন্তত তাই। ইংরেজি ভাষার শব্দ হলেও ব্লগ আর কোনো অপরিচিত শব্দ নয়।

২০০৫ সালের ডিসেম্বরে বাংলা ভাষায় ব্লগের যাত্রা শুরু হয়েছিল। এখন এর সংখ্যা প্রায় ৫০। ব্যবহারকারীর সংখ্যাও দুই লাখের বেশি। সামাজিক যোগাযোগের এ যুগে যোগাযোগের অনেক বড় মাধ্যমের নাম ব্লগ। শুধু যোগাযোগে নয়, সমাজ পরিবর্তনেও বড় ভূমিকা আছে ব্লগের।

এর বড় উদাহরণ 'আরব বসন্ত'। তিউনিসিয়ার স্বৈরশাসক বেন আলি কিংবা মিসরের মোবারককে গদিছাড়া করতে বড় ভূমিকা ছিল ব্লগারদের। ব্লগেই উঠে আসে স্বৈরশাসকদের অপকীর্তির কথা। ব্লগের মাধ্যমেই সংঘটিত হন বিপ্লবীরা। তাদের আহ্বানে সাড়া দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেমে আসে জনতা।

যুক্তরাষ্ট্রের করপোরেট দুর্নীতিবিরোধী 'ওয়ালস্ট্রিট দখল করো' আন্দোলনের সূত্রপাতও এ ব্লগেই। ব্লগাররা অবশ্য ব্লগকে বলেন, বিকল্প গণমাধ্যম। চিরায়ত গণমাধ্যমগুলো যে বিষয়গুলোকে তুলে ধরতে পারে না, সেগুলোকে তুলে ধরছে ব্লগ। জন্ম দিয়েছে 'নাগরিক সাংবাদিকতার'। যে কেউ যে কোনো সংবাদ প্রকাশ করছে ব্লগে।

প্রকাশ করতে পারছে নিজের অভিজ্ঞতাকে। তা বিলি বণ্টন হয়ে যাচ্ছে সবার মধ্যেই। সে কারণেই ব্লগাররা নিজেদের 'নাগরিক সাংবাদিক' ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানান হাসান ইমতিয়াজ নামের এক ব্লগাররা। পেশায় সাংবাদিক এ ব্লগার জানান, বাস্তবিক ও পারিপারিপার্শ্বিক কারণেই সংবাদপত্রে সব ঘটনা তুলে ধরা সম্ভব না। তার জন্য খুব ভালো ব্লগ।

সেখানে শুধু সংবাদ পোস্ট করা যায় তা নয়। পাঠকরা বিশ্লেষণ করতে পারেন। আলোচনা-সমালোচনা দুই করতে পারেন। তিনি জানালেন, আধুনিক সময়ে ব্লগকে বাক স্বাধীনতার হাতিয়ার বলা হয়। তবে এর অপব্যবহারও হচ্ছে।

সাম্প্রদায়িক বক্তব্যকেও উস্কে দিচ্ছেন অনেক ব্লগার। আজকের ব্লগ দিবসের প্রতিপাদ্য 'গণজাগরণে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার আইন'। ব্যাপক কর্মসূচিও নেওয়া হয়েছে আজকের দিনকে ঘিরে। আজ বিকেল ৫টায় পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে হবে বর্ণিল অনুষ্ঠান ও ব্লগার সমাবেশ। বল্গগিংয়ের শক্তি ও সম্ভাবনাকে বিস্তৃতির জন্যই এ আয়োজন বলে জানান আয়োজকরা।

এবার ১৩টি বাংলা বল্গগ পল্গাটফর্মের অংশগ্রহণে দিবসটি উদযাপিত হবে। সম্মিলিত এই আয়োজনের আয়োজক ব্লগগুলোর অ্যাডমিন ও বল্গগাররা। ব্লগ দিবসে সবার জন্য উন্মুক্ত হলেও যুদ্ধাপরাধী ও তাদের সহায়ক শক্তি নিষিদ্ধ। সম্মিলিত বল্গগ কমিউনিটির পক্ষে সামহোয়্যার ইন বল্গগ পরিচালক সৈয়দা গুলশান ফেরদৌস জানান, অনুষ্ঠানে বল্গগাররাই সঞ্চালক, বক্তা এবং অতিথি। উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট নাগরিকরা।

সামহোয়্যারের নোটিশে জানানো হয়েছে, ব্লগাররা অনেক আলোচিত সংবাদ প্রকাশ করছেন বল্গগের মাধ্যমে। সমাজের অন্ধকার দিক, অচেতন জায়গার কথা তুলে ধরছেন। যা প্রথাগত গণমাধ্যম তুলে ধরতে দ্বিধা করে। এবারের ব্লগ দিবসে সামহোয়্যার ইন বল্গগ, প্রথম আলো ব্লগ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম বল্গগ, উন্মোচন বল্গগ, একুশে বল্গগ, মুক্ত বল্গগ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বল্গগ, প্রিয় বল্গগসহ ১৩টি ব্লগ অংশ নেবে। সমকাল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।