আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাছিনা ভনে শুনে পুণ্য বান

‘একটির বদলে দশটি লাশ ফেলা হবে।’ আর কত হাজার গুম,হত্যা করলে ১০ টি পূর্ণ হবে ? ‘১০ টাকা কেজি দরে চাল খাওয়াবো ‘ কয় শত ১০ টাকা ? ‘টাকা থাকলে ঢাকা চার ভাগ করতাম’ এখন তো তারেক জিয়া নাই,টাকা কে নিলো ? ‘রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়ে উনার (বেগম জিয়ার) ছেলেদের একজন ‘মানি লন্ডারিংয়ে’ মাস্টার্স করেছে, আরেকজন ‘ড্রাগে’ করেছে ডিগ্রি পাস’ ডক্টরেট ডিগ্রী গুলা কোন বিষয়ের ? ‘নির্বাচনে জনগণ আমাদের যে হারে ভোট দিয়েছে তাতে ভারতের সঙ্গে সমঝোতা-চুক্তি করতেই পারি।‘ জনগণ এই হারে জামায়াতকে ভোট দিলে তারাও কি পাকিস্তানের সাথে যে কোন সমঝোতা-চুক্তি করতে পারবে? ‘তাদের শিক্ষা দিতেই জিয়ার নাম বদল হয়েছে।‘ কিছু দিন পরে হয়ত শুনব,’ ‘তাদের শিক্ষা দিতেই মুজিবের নাম বদল হয়েছে। ‘১০ টাকা কেজি চালের কথা এবার নয়, ’৯৬ সালে বলেছিলাম।‘ ঘোড়াটা হাসছে কেন? ‘খালেদা জিয়া ঘোমটা খুলে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন।‘ ঘোমটা দিয়ে ভারতের পক্ষ নেয়া কি ভালো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।