বেশ কিছু দিন ধরেই আলোচনার শীর্ষে থাকা dolancer.com ওয়েব সাইট টি BLACK BURN নামে বাংলাদেশি হ্যাকার দাড়া হ্যাক হয়েছে,BLACK BURN বাংলাদেশ সাইবার আর্মির একজন সিনিওর সদস্য। এক ঘন্টার ও বেশি সময় ধরে সাইট টিতে এক্সেস করা যাচ্ছিল না,কম্পানি সাইট এখন রিকভার করে নিয়েছে। বেশ কিছু দিন ধরেই এই কম্পানি টি ইন্টারনেট এ আয় করা যায় বলে সাধারন মানুস থেকে সাত হাজার টাকার বিনিময়ে পিপিসি পিটিসি র কাজ দিত,ওই কাজের বিনিময়ে তাদের প্রতি মাসে প্রায় ২ হাজার তাকা দেয়া হত,প্রায় ৩ মাসেই মুল টাকা ফেরত এবং ৬ মাসে টাকা ডাবল করার প্রতিস্রতি দিয়ে টাকা সংগ্রহ করত।বাস্তবে ptc ppc করে এত টাকা আয় করা অসম্ভব ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।