আমাদের কথা খুঁজে নিন

   

এসো যোদ্ধা হয়ে

কখনো এসো না চুপিচুপি এসো দস্যি হাওয়ায় মাতাতে আমায় বুনো বৃষ্টি নিয়ে অবাধ্য সাগর হয়ে নীরবতার ঠোঁট ছুঁয়ে লুকোনো শব্দে এসো তুমি ! ভুল পথে আর নয় , এসো দক্ষিণের ঝড় হয়ে মেঘের চেয়ে হও বিদ্যুৎ , তুমি আর এসো না আঁধারে এসো সূর্যে ; চাতক আমি পুড়ে যাবো তোমাতে অনেকবার মেলেনি হিসেব আর মিলিয়ো না তা সব হিসেবের নিকুচি করে এসো বেহিসেবে ভেসে । সব হারানো পথিক ভয় কি তোমার ? হারাতে এসো যুদ্ধজয়ী বীর আমি একবার হেরে যাবার জন্য মন পেতেছি মনের পথে । এসো জয় করো সব অদৃষ্টের কাছ থেকে কেড়ে নিও আমায় লিখে নিও তোমার হাতের রেখায় । তুমি এখনো জানো না , বুভুক্ষের মতো এমন এক যোদ্ধা চাই আমি !  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।