আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ উড়ে যাবে, আঁধার কেটে যাবে রাত পোহালেই আসবে ভোর ।

আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা তোমরা ভাবছ সন্ধ্যা ঘনিয়ে এসেছে, কালো মেঘে ঢেকে গেছে আকাশ, এখুনি নামবে আধাঁর। ভাবছ আমরা পশ্চিম আকাশে শেষ বিকালের আলোর মত মিলিয়ে যাবো গোধুলীতে। হারিয়ে যাব মধ্যরাতের তারাদের মিছিলে। কিন্তু তোমরা জানো না, মেঘ উড়ে যাবে, আঁধার কেটে যাবে। রাত পোহালেই আসবে ভোর ।

আসবে রবির কর, সোনালী আলোয় ভরে উঠবে ভুবন, হাসবে পৃথিবী। তখন আবার আমরা হাসবো, তোমরাও হাসবে। আমরা এবং তোমরা মিলে স্বপ্ন বুনবো। নতুন করে সাজাবো আমাদের পৃথিবী। এই পৃথিবীতে সেই বেজম্মারা থাকবে না।

কারন এই পৃথিবী তাদের নয়। তারা এর অস্তিস্ত কখনো স্বীকার করে নি। তারা এর জম্ম চায় নি। আমাদের পূর্বপুরুষদের রক্তে তাদের হাত রঞ্জিত। তাদের হিংস্র থাবার কালো দাগ এখনো বাংলার প্রতিটি পারতে পারতে অগ্নি শিখা হয়ে প্রজ্জলিত।

সেই অনল কখনই নিভে যাবে না। সেই অনল নেভানোর সাধ্যি আমাদের কিংবা তোমাদের নেই। প্রজম্ম থেকে প্রজম্ম তা জ্বলবেই আর সেই অনলে পুড়ে কূঁড়ে কুঁড়ে তারা ধবংস হবে। তারপর আমরা এক হবো। তখন শুরু হবে নতুন পথ চলা......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।