আমাদের কথা খুঁজে নিন

   

ঝরে পড়া তারা .......

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ... সুদূর প্রসারী নীল নীলিমায় , একাদশী চাঁদের গায়ে আছে... প্রীতিস্নিগ্ধ সম্পর্কের স্পর্শ মাখা , আছে জীবনের প্রসন্ন প্রান্তরের হাতছানি । আমার অন্তস্রোতের প্রবাহমান নিলয় সাগর । কখনো হয়ে উঠেছে একাকীত্বের উপাসক , কখনো বা ভাবিত মনের শাণিত ধারক । অন্তরে লালিত নিরানন্দের আরাধনা , বিরহ বেদনার যুগল স্রোতে গেছে ভেসে , ফিরে আসার সকল প্রত্যয় ও প্রতিজ্ঞা । নষ্ট সময়ের প্রলেপে ঢাকা , বিপন্ন আজ মেঘ মানবী জীবন , অস্থিরতায় ছুটে চলে মন ঘড়ির কাঁটা । সংক্রমিত নিঃসঙ্গের নিষ্ঠুর আঁচড়ে , পরিপূর্ণ প্রেমের ছন্দপতন । নিঃসঙ্গ বিষণ্ণ আজি আপন বলয় । মুখরিত জীবনের অনভ্যস্ত সময় , অনুভূতিহীন আত্মকেন্দ্রিক মন , যাপিত জীবনের বিচ্ছিন্নতায় মগ্ন ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।