যুদ্ধাপরাধী, বিভ্রতি,বাজেদল বিচার জলদি হোক। আমি বুঝি না আমরা চোরের সঙ্গে সালিশে তর্কাতর্কি করছি কেন? চোর তো স্বীকার করে সে আমার মানিব্যগ চুরি করেছে, আমি বলছি ওটাতে বিশ টাকা ছিল সে বলছে উনিষ টাকা। তারা বলছে ২০০৯ এর অভিযোগ ঠিক এখনকারটা নয়, সাজা তার প্রাপ্য হয়ে গেছে বিনা বাক্য ব্যয়ে সাজা দিন। সাইদির আইনজীবি বলছে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত সে এলাকায় ছিল না তাই হত্যা ধর্ষন এই সময় করে নাই মানে থাকলে করতো, এখন তাকেই প্রমান করতে হবে পুরা ৯ মাসই সে এলাকায় ছিল না যদি সাজা না পেতে চায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।