বিজয়ের ৪ দশক উদযাপনের আনন্দক্ষণে ও " RaDiO bg24" এর ১০ লক্ষ স্রোতা মাইলফলক অর্জন করায় স্রোতাদের জন্য গতকাল রাত ১২ টা থেকে চলছে অনলাইনে দেশাত্মবোধক গানের সর্ববৃহৎ ও সেরা আয়োজন। আপনাদের জন্য যেখানে আছেন - শাহনাজ রহমতউল্লাহ,আপেল মাহমুদ, আব্দুল জব্বার, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, এন্দ্রু কিশোর, সৈয়দ আব্দুল হাদি, ফকির আলমগির, মাইলস, ওয়ারফেইজ, এলআরবি সোলস, নগরবাউল,নোভা,ফিডব্যাক, আর্ক ,প্রমিথিউস, রেনেসাঁ সহ 'জাগরনের গান ১' এর সব শিল্পীবৃন্দ দুর্দান্ত ও চমৎকার সব আগুন ঝরা গান নিয়ে ।এছাড়াও পবাংলা ছায়াছবির এ শুরু থেকে বর্তমান পর্যন্ত যত দেশের গান আছে তার সবগুলো গান। এতো বিশাল দেশের গান ও আগুন ঝরানো গান এর আয়োজন আর কেউ করেনি কখনও! ।বিশেষ আকর্ষণ হিসেবে প্রদর্শিত হয়েছে স্বনামধন্য পরিচালক শহিদ জহির রায়হান এর প্রামাণ্য চিত্র 'Stop Genocide' পুরো অংশ ।এই বিশাল ও বর্ণাঢ্য আয়োজনে এখনই যোগ দিতে পারেন। যা হতে পারে দেশাত্মবোধক গানের জন্য আপনার একটি সেরা সংগ্রহ। দুর্দান্ত সেই আয়োজনের লিঙ্ক- বিজয় উৎসব RaDiO bg24 একটি দেশপ্রেমিক রেডিও !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।