বিজয় দিনের ভোরে সকলেই দেখি ফুল দিতে যায় শহীদ মিনারে-গোরে। পাথরের থাম স্মৃতির ফলক ফুলে ফুলে ছেয়ে যায়, মহাপ্রাণেরা কি আপ্লুত হয় পুষ্পিত শ্রদ্ধায়? সেই মহাক্ষণে ঘোর নির্জনে আমি থাকি বসে ঘরে দুয়ার বন্ধ করে। মর্ম-আলোকে লাল হয়ে চোখে রক্তের স্রোত ভাসে, স্বপ্নকে পাই সন্তানহারা মায়ের দীর্ঘশ্বাসে, তাদের স্বপ্ন প্রাণ দিলো যারা স্বদেশের সম্মানে ফুলের স্তবকে রৌদ্রে শুকায়, শহীদেরা কি তা জানে? স্নায়ূ ছিঁড়ে যারা পতাকা বুনেছে, রক্তে গিয়েছে এঁকে এ মানচিত্র, কী দেবো তাদের ফুলের অর্ঘ্য থেকে? হে মহান প্রাণ, বীর সন্তান, ফুল নয়, মালা নয়, তুমি নাও এই প্রার্থনাশ্রু, আর্ত এই হৃদয়! ১৬ই ডিসেম্বর, ২০১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।