আমাদের কথা খুঁজে নিন

   

সেই রাতে ইশ্বর ছিল---------

জীবন একটাই তাই যা করার ভেবে চিন্তে করতে চাই........ সেইদিন শীত ছিল না বসন্তের হালকা বাতাস আর ফুরফুরে ভাবছিল মনে মধূমতির তীর জুড়ে জোসনার অতিথিরা ছিল ঝিঝিদের ডাকছিল নুপুরের ধ্বনির মতন------ নরম হাতের মাঝে কঠিন স্পর্শ ছিল আর আবছা আঁধার ঘিরে মাঝে মাঝে দুই জোড়া পা একহয়,, আবার সরে যায় কভূ। পাখীর কথারমত অবিরত কথা ঝরে তার, কভূ ভয়ে কেঁপে ওঠে গা----- সেই রাতে অনুভূতি ছিল, আর ছিল নির্জন পায়ে হাঁটা পথ সেই রাতে ইশ্বর ছিল, আর ছিল তোমার শপথ। এই রাতে শীত আছে------- এই রাতে ব্যাথা আছে মনে----আর আছে তোমাদের সুখের কাহিনী। নদী আছে, আছে পথ শুধু নেই দুই জোড়া পাঁ নেই কেবল ইশ্বর, নেই শপথ রাখার তাড়া তোমার আমার------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।