আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় দিবসে আসছে বিজয় টিভি

অনির্দিষ্টকালের জন্য প্রকাশনা বন্ধ থাকিবে.। ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস। এ বছর বিজয়ের ৪০ বছর পূর্তি হবে। বিশেষ এই দিনটি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা করতে যাচ্ছে নতুন স্যাটেলাইট টিভি চ্যানেল বিজয় টিভি। ১৬ ডিসেম্বর থেকে নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার করবে চ্যানেলটি।

বিজয়ের মাসে বিজয় টিভির পথচলা তাত্পর্যপূর্ণ। ১৫ ডিসেম্বর দিবাগত রাত অর্থাত্ ১৬ ডিসেম্বরের সূচনালগ্নে কেক কেটে চ্যানেলটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন বিজয় টিভির চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান। এরপর রয়েছে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, রফিকুল আলম, আবিদা সুলতানা, তপন চৌধুরী, শাকিলা জাফর, কনক চাঁপা, রবি চৌধুরী, নৃত্যশিল্পী সোহেল, মডেল অভিনেত্রী শখসহ আরও অনেকে। বসুন্ধরা সিটির এটিএন বাংলা স্টুডিও থেকে ‘বিজয় কথা’ শিরোনামের এই অনুষ্ঠানটি বিজয় টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।