আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার হারানো ন্যাশেনাল আই.কার্ড তুলে ফেললাম..............খুবই সহজ আর ঝামেলাহীন কাজ!!

আমি শুনতে পাই লক্ষ কোটি ফিলিস্তিনীর আর্তনাদ...হাহাকার মাস খানেক আগে আমার ন্যাশেনাল আই.ডি কার্ড হারিয়ে যায়। ভেবেছিলাম তুলতে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু না আসলে কোন ঝামেলাই না। এখন জেনে নিন কি কি করতে হবে। ১। প্রথমেই আপনার এলাকার থানায় একটা জি.ডি করুন।

জি.ডি লেখার জন্য থানায় সাহায্য করার লোক থাকে, না হলে আপনি নিজেই লিখে নিন। জিডিতে আপনার নাম, বর্তমান ঠিকানা, ভোটার আই.ডি নং (যদি না মনে থাকে তাহলেও সমস্যা নেই) সহ হারিয়ে যাবার কারন উল্লেখ করে জিডি লেখুন। জিডির কার্বন কপিতে সিল সহ সংস্লিষ্ট অফিসারের স্বাক্ষর থাকতে হবে। ২। এখন এই জিডির কপিসহ চলে যান আগারগাঁও এর ইসলামিক ফাউন্ডেশনের ৭ তলায়।

যদি ভোটার আই.ডি নম্বর না জ্রন্র থাকেন তাহলে আরেকটু কষ্ট করতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের একটু দুরেই “পানির ট্যাঙ্কি” মোড়ে অবস্থিত “জেলা নির্বাচন অফিসে” রিক্সা দিয়ে চলে যান। সেখানে আপনার এলাকার থানার জন্য আলাদা কক্ষ আছে। সেখানে গিয়ে আপনার এলাকার নাম বললেই সনশ্লিষ্ট ব্যাক্তি একটা বই বের করে দেবে। সবচেয়ে ভাল হয় সাথে এমন কারও আইডি নিয়ে যাওয়া যেটার নম্বর আপনার ভোটার নম্বরের কাছাকাছি।

আমি আমার ভাইয়ের আইডি নম্বর নিয়ে গিয়েছিলাম, তাই বের করতে কোন সমস্যাই হয় নি। আপনার নম্বরটি সঠিক ভাবে লিখে নিন। এরপর সোজা চলে যান ইসলামিক ফাউন্ডেশনের ৭ তলায়। ৩। সেখানে গিয়ে দেখবেন অনেক লোক মিলে ব্যাপক লেখালেখির কাজ করছে।

সেখানে তথ্যানুসন্ধান ডেস্ক থেকে একটি হারানো আবেদন ফর্ম চেয়ে নিন। সেই ফর্মের সাথে একটি স্লিপ দেবে। সেই স্লিপ ও ফরম পুরন করে একটা সিরিয়াল কুপন নিয়ে একটু অপেক্ষা করুন। বেশিক্ষন অপেক্ষা করতে হবে না আপনার কাছাকাছি সিরিয়াল ডিজিটাল বোর্ডে দেখার সাথে সাথে ভেতরে ঢুকে যান। সেখানে “হারানো জমাদান” লেখা একটা ডেস্কের সামনে লাইনে দাঁড়িয়ে যান সেখানে ফর্মটি জিডি সহ জমা দিন।

তারা আপনাকে ফর্মটি সিল মেরে একটা তারিখ লিখে দেবে কবে কার্ড নিতে আসবেন। ৪। নির্দিষ্ট তারিখে স্লিপ সহ চলে যান, সেই ইসলামিক ফাউন্ডেশনের ৭ তলায়। একটা কুপন নিয়ে দাঁড়িয়ে যান, “হারানো সংগ্রহ” লেখা কাউন্টারের সামনে, স্লিপটি জমা দিন। তারা আপনার চেহারার সাথে মিলিয়ে আপনার কার্ড দিয়ে দেবে।

ব্যাস, খুবই সহজ পদ্ধতি, কোন ঝামেলা নেই। এখানে কিছু কথা বলে রাখা ভালো, ইসলামিক ফাউন্ডেশনের গেটের সামনে দারোয়ান টাইপের কিছু লোক আপনাকে কনভিন্স করার চেষ্টা করতে পারে, যে তাকে কিছু টাকা দিলে সে ফর্ম এনে দেবে, আপনার সময় কম লাগবে................. হ্যানত্যান। খবরদার, কারও কথা শুনবেন না। এখানে একটা টাকাও লাগেনা। আপনি সোজা ৭ তলায় চলে যাবেন।

বরং দালাল ধরলেই বেশী সময় লাগবে। আমার ফর্মজমা দিতে ৩০ মিনিট আর তুলতে ১৫ মিনিট লেগেছিল। তো যাদের আইডি কার্ড হারিয়ে গেছে তাদের এই পোস্টে উপকার হবে বলে আশা করি। আর কারো না হারিয়ে থাকলে, নিজে নিজে হারিয়ে দেখতে পারেন তুলতে কেমন লাগে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।