রোদ ভেঙ্গেছে আজ। কবি শৈবাল আদিত্যের যে কবিতাগুলো আমি পড়েছি তার সবগুলোই আমাকে মুগ্ধ করেছে । কেন মুগ্ধ করেছে তার স্পষ্ট ব্যাখ্যা হয়ত আমার কাছে নেই । কিন্তু ভালো লেগেছে এবং মুগ্ধ হয়েছি । ভাঙন, প্রতিনিয়ত বুকে বাজে সত্যি ই ভাঙনের শব্দ শুনায়, আমি অনুভব করতে পারি আমার ভেতর জমে থাকা বাঁশঝাড়ের মত জমাট কোন রাগ কিংবা তার হাসির শব্দ যা ভেঙেছিলো টিপটিপ বৃষ্টির মতন ।
আমি শোকার্ত চোখ ছুঁয়ে জল খুঁজে পাই, বুকের ভেতর অনুভব করি তীব্র ভালোবাসার হাহাকার কিংবা আর্তনাদ । যে আর্তনাদ কেঁপে উঠে দৌড়ে চলে সময় থেকে সময়ান্তরে । আমি ফিরে তাকাই নোনাজল কুয়াশার লুব্ধ প্রতিধ্বনিতে । তবুও হেঁটে যেতে হয় ....... হেঁটে যেতে হয় ।
কাঁচ ভাঙার শব্দ ভীষণ ভালো লাগে ।
আহা ! তার হাসির সেই স্বচ্ছ কঙ্কন
টিপটিপ ভেঙেছিল বৃষ্টির মতন
বাঁশঝাড়ের মতো জমাট কোন রাগে ।
হৃদয়-ঘরে স্বপ্নের বাতি নেই, শোকে
সাধ আর সাধ্যের গোল্লাছুটে ভেঙেছে
যে চোখ আঁধারে হারানো হাসি মেঙেছে
ভেঙে ভেঙে পড়েছে জল সেই দু'চোখে । ।
সুতীব্র ভালোবাসা বিনষ্ট থাকে না যে !
টুকরো হয় শাদা ঢেউ, দৃষ্টির পথ
কালের গর্ভে ন্যূব্জ অবিনাশী শপথ
স্মৃতির বৈয়ম ভেঙে সামনের দিক
গড়েছি ফের আমি ও নির্মোহ প্রেমিক
শ্বাস তাই ভাঙনের শব্দ, বুকে বাজে । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।