আমাদের কথা খুঁজে নিন

   

অণু কাব্য

ভাঙ্গাকুলার ছাই... অণু কাব্য - ০১ , অণু কাব্য - ০২ অণু কাব্য - ০৩ আজ খুব বৃষ্টি, চারপাশে পানি জমে যাচ্ছে, আমি ক্যাস্পসে একা বসে আছি। এমন সময় হঠাৎ ফোন বাজল- হ্যালো! কাব্য! প্লিজ আমার জন্য একটা রিকশা নিয়ে আসোনা। আমি আমার বান্ধবীর হোস্টেলে। পানি জমে যাওয়া ক্যাম্পসে আসতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি।

কিন্তু কোন হোস্টেল? এই যে ক্যাম্পাস থেকে বের হয়ে ডান পাশের গলির মাথায় প্রথম হোস্টেলটা। আচ্ছা ঠিক আছে, তুমি নিচে আমার জন্য ওয়েট করো। ওকে, বায়। বায়। আমি রিকশা নিয়ে ওর বান্ধবীর হোস্টেলের সামনে চলে গেলাম এবং ওকে নিয়ে ক্যাম্পাসে চলে আসলাম।

এখন আমরা প্রতিদিন ক্লাসে একসাথে বসি, ক্লাস শেষে আমি অণুকে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। চার পাশ কেমন যেন রঙিন হয়ে উঠতে শুরু করল। আমি একদিন নিজের জন্য কিছু শপিং করতে যেয়ে, অণুর জন্যও একটা গীফট নিয়েছিলাম। কেন নিয়েছিলাম তখন বুঝিনি। তখন শুধু মনে হয়েছিল নেয়া দরকার।

সকালে ক্যাম্পসে আসার আগে আমি অণুকে ফোন দিয়ে বলেছিলাম, তুমি ক্লাসে ঢোকার আগে আমার জন্য নিচে ওয়েট করো। আমি ক্যাম্পাসে যেয়ে দেখি অণূ নেই। ফোন দিলে জানতে পারি ও আমার দেরী দেখে, ওর বান্ধবীর হোস্টেলে চলে গেছে। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আস, আমি চলে আসছি। কিছু সময় পর, অণু আর ওর বান্ধবী একসাথে চলে আসে।

আমি গীফট এর প্যাকেট টা ওর হাতে দেই এবং ও ওর বান্ধবীর সাথে আমার পরিচিয় করিয়ে দেয়। এই হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড ঈশীতা। আর ঈশীতা ও হচ্ছে আমার ক্যাম্পাস ফ্রেন্ড কাব্য। কেমন আছেন? ভাল। প্রথম দেখা, কি খাবেন? না কিছু না।

কিছ না বললে কি হয়? একটু ওয়েট করেন। এই বলে আমি, একটা দোকান থেকে দুটি কোণ আইস্ক্রিম কিনে, দু জনের হাতে দিয়ে, বিদায় জানিয়ে, ক্লাসে চলে আসি। তার কিছু সময় পরেই অণু তার বান্ধবীকে বিদায় জানিয়ে ক্লাসে চলে আসে। বাসায় ঢুকতে না ঢুকতেই অণুর ফোন। হ্যালো! তোমার গীফট টা অনেক সুন্দর হইছে।

ধণ্যবাদ। কিন্তু সা্ইজ মত হইছে? না, একটু বড়, তবে সমস্যা নাই। তোমার পছন্দ হইছে? হ্যা। আমার বান্ধবী তোমার গীফট দেখে, তোমার নাম কি রাখছে জানো? কি রাখছে? চুড়িওয়ালা। হা! হা! হা! ভাল বলছে।

ভাগ্গিস অন্য কিছু দেই নাই। অণু আমি মাত্র বাসায় ঢুকলাম, তোমাকে একটু পরে ফোন দেই। আচ্ছা ঠিক আছে। বায় ওকে, বায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।